তথ্য প্রযুক্তি
এবার সংবাদ লিখে দেবে গুগলের এআই টুল !
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ২১ জুলাই ২০২৩, শুক্রবার, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

এবার সংবাদ, নিবন্ধ লিখতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এআই) টুল আনতে কাজ করছে গুগল। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই টুল ব্যবহারের বিষয়ে বেশ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলোচনা চলছে। টুলটি স্বয়ংক্রিয়ভাবে সংবাদ, নিবন্ধ লেখার পাশাপাশি সাংবাদিকদের সাহায্য করবে।
নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই টুলটি নিয়ে ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক পোস্ট–এর সঙ্গে আলোচনা চলছে গুগলের। এটি সংবাদের শিরোনামসহ আকর্ষণীয় সংবাদ লিখতে সাহায্য করবে। এতে বৃদ্ধি পাবে কর্মোদ্যম ও উৎপাদনশীলতা । জানা গেছে, বিষয়বস্তু উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিলেই স্বয়ংক্রিয়ভাবে সংবাদ, নিবন্ধ লিখে দেবে এআই টুল। এটিকে জেনেসিস নামে আখ্যায়িত করা হচ্ছে।
ওদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল বলছে- এই এআই টুল সাংবাদিকদের হেডলাইন বা ভিন্ন শৈলীতে লিখতে সহায়তা করবে। তবে প্রযুক্তিটি সাংবাদিকদের প্রতিস্থাপনের উদ্দেশ্যে নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওদিকে ব্লুমবার্গের মতে অ্যাপল একটি এআই-চালিত চ্যাটবট পরীক্ষা করছে। একে অ্যাপল জিপিটি হিসাবে উল্লেখ করা হয়েছে। এটি চ্যাটজিপিটির প্রতিযোগী হতে পারে।