ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রকমারি

পুরোহিতের অনুপস্থিতিতে মার্কিন দম্পতির বিবাহ সম্পন্ন করলো চ্যাটজিপিটি

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৩, বুধবার, ১১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪২ অপরাহ্ন

mzamin

ধীরে ধীরে আমাদের জীবনেও প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার সান ফ্রান্সিসকোয় ঘটলো অভূতপূর্ব ঘটনা। পুরোহিত না আসায় ওপেনএআই-এর চ্যাটবট চ্যাটজিপিটি এক মার্কিন দম্পতির বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছে। 

ফক্স নিউজের রিপোর্ট অনুসারে ,রিস উইঞ্চ এবং ডেটন ট্রুইট গত সপ্তাহান্তে চ্যাটজিপিটি এআই অ্যাপের ভয়েসের মাধ্যমে তাদের বিবাহ উদযাপন করেছেন। উইঞ্চ এবং ট্রুইট বলেছিলেন যে তারা পাঁচ দিনের মধ্যে তাদের বিবাহের পরিকল্পনা করেছিলেন কারণ ট্রুইট সেনাবাহিনীর কাজে যোগ দিতে চলেছেন এবং উইঞ্চ প্রাথমিক প্রশিক্ষণের পরে তার সাথে যোগ দিতে চেয়েছিলেন। তাই হাতে বেশি সময় ছিলো না। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক কলোরাডোতে, অনুষ্ঠান পরিচালনা করার জন্য লাইসেন্সপ্রাপ্ত বিবাহ কর্মকর্তার কোন প্রয়োজন নেই, তাই কনের বাবা স্টিফেন উইঞ্চ পুরোহিতের বিকল্প ব্যবহার করার পরিকল্পনা করেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটবট প্রথমে অনুষ্ঠানটি পরিচালনা করতে দ্বিধাগ্রস্থ ছিল। উইঞ্চ জানাচ্ছেন, "চ্যাটজিপিটি প্রথমে 'না' বলেছিল। কারণ স্বরূপ সে বলেছিলো আমি এটি করতে পারি না, আমার চোখ নেই, আমার শরীর নেই। আমি আপনার বিয়েতে দায়িত্ব পালন করতে পারব না।'' পরে সে শুভ বিবাহ সম্পন্ন করতে রাজি হয়ে যায়। অনুষ্ঠানের সময়ে দম্পতি অবিরত চ্যাটবটকে নিজেদের সম্পর্কে ব্যক্তিগত তথ্য প্রদান করছিলেন যাতে তার কোনো অসুবিধা না হয়। এটিই প্রথম নয় যে চ্যাটজিপিটির মতো একটি এআই চ্যাটবট এমন অস্বাভাবিক কিছু করে দেখিয়েছে। গত সপ্তাহে, একজন নারী প্রকাশ করেছেন যে তার দীর্ঘদিনের ক্লায়েন্ট তার সাথে কাজ করা বন্ধ করে দেবার পর তিনি বিষয়বস্তু লেখার জন্য চ্যাটজিপিটি-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করেন। গত মাসে, একজন মার্কিন বিচারক এক আইনজীবীকে অনুমোদন দিয়েছিলেন যিনিচ্যাটজিপিটি -এর দ্বারা লিখিত একটি আইনি খসড়া জমা দিয়েছিলেন।

সূত্র : গালফ নিউজ
 

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status