বিবিধ
চীনের নতুন গুপ্তচর প্রতিরোধ আইনে ক্ষোভ বিদেশিদের
অনলাইন ডেস্ক
(২ মাস আগে) ৯ জুলাই ২০২৩, রবিবার, ৩:১৭ অপরাহ্ন
চীনে ১লা জুলাই থেকে সংশোধিত গুপ্তচরবৃত্তি প্রতিরোধ আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয়, আমেরিকান, জাপানি ও দক্ষিণ কোরিয়ার বেশকিছু কোম্পানি আশঙ্কা করছে, সেখানে তারা আর স্বস্তির সঙ্গে কাজ করতে পারবে না। কিছু দেশ আবার তাদের নাগরিকদে জন্য চীন ভ্রমণের ক্ষেত্রে পরামর্শও জারি দিয়েছে।
হংকং পোস্ট জানিয়েছে, বেইজিংয়ের গুপ্তচরবৃত্তি প্রতিরোধ আইনে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত যে কোনো তথ্য আদান-প্রদান নিষিদ্ধ। এই আইনের ফলে গুপ্তচরবৃত্তির সংজ্ঞার ক্ষেত্রও সম্প্রসারিত হয়েছে।
আইন অনুযায়ী রাষ্ট্রীয় অঙ্গ বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর বিরুদ্ধে সাইবার আক্রমণকে সবচেয়ে বড় অপরাধ হিসেবে বিবেচনা করা হয় বলে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। ২০১৪ সালে গৃহীত গুপ্তচর বিরোধী আইনের মূল সংস্করণে ‘রাষ্ট্রীয় গোপনীয়তা ও গোয়েন্দা তথ্যকেও’ গুপ্তচরবৃত্তি হিসেবে ধরা হয়েছে।
সংশোধিত আইনে গুপ্তচরবৃত্তির সংজ্ঞায় ‘জাতীয় নিরাপত্তা ও স্বার্থের সংশ্লিষ্ট যে কোনো নথি, তথ্য ও উপাদানকে’ অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু জাতীয় নিরাপত্তা বা স্বার্থের আওতায় কোন বিষয়গুলো পড়ে সেটি স্পষ্ট করেনি এই আইন। ফলে চীনা কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে কোনো সময় তদন্ত চালাতে পারে।
এছাড়া নিছক সন্দেহের বশেই স্মার্টফোন ও ল্যাপটপের মতো ব্যক্তিগত জিনিসগুলোতে তারা প্রবেশাধিকার পায়। এর ফলে শিক্ষাবিদ ও গবেষকরাও এই আইনের আওতায় জেলে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে বিদেশি সাংবাদিকরা চীন সম্পর্কে প্রতিবেদন, পরিসংখ্যান অনুসন্ধান ও সংরক্ষণে বেকায়দায় পড়বেন। এই আইনে সেই তাদের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে।
সূত্র: হংকং পোস্ট
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]