ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

রকমারি

জুলাই মাসে আকাশে দেখা যাবে ‘বাক মুন’

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৩ জুলাই ২০২৩, সোমবার, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

২০২৩ সালের প্রথম সুপারমুন দেখা যাবে জুলাই মাসে, রাতের আকাশে। অন্য যেকোনো পূর্ণিমার তুলনায় উজ্জ্বল দেখাবে চাঁদকে। দ্য ওল্ড ফার্মার্স অ্যালম্যানাক অনুসারে, আজ দেখা যাবে বছরের প্রথম সুপারমুন। স্থানীয় আবহাওয়ার অবস্থার উপর নির্ভর করে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা সূর্য ডোবার পরে দক্ষিণ-পূর্ব দিকে তাকিয়ে এই স্বর্গীয় ঘটনা দেখতে পাবে। 

মিশিগান স্টেট ইউনিভার্সিটির আব্রামস প্ল্যানেটেরিয়ামের ডিরেক্টর ডঃ শ্যানন স্মোল বলেন, “আমাদের আকাশে চাঁদকে যখন একটু বড় দেখায় তখনই সেটা সুপারমুন। যেহেতু চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে এটি একটি নিখুঁত বৃত্ত নয়। সুতরাং, এর কক্ষপথে এমন বিন্দু রয়েছে যেখানে এটি পৃথিবী থেকে একটু কাছে বা একটু দূরে থাকে।" স্মোল ব্যাখ্যা করেছেন যে কক্ষপথটি যখন পৃথিবীর কাছাকাছি আসে তখন এটি আকারে কিছুটা বড় দেখায় এবং তখন সেটিকে সুপারমুন বলে। যদিও খালি চোখে একটি সাধারণ পূর্ণিমা এবং সুপারমুনের মধ্যে আকারের পার্থক্য অবিলম্বে দেখতে সক্ষম নাও হতে পারে, দ্য ওল্ড ফার্মার্স অ্যালমানাক বলেছে যে গ্রীষ্মের প্রথম পূর্ণিমা আরও উজ্জ্বল হবে এবং পৃথিবী থেকে মাত্র ৩৬১ ,৯৩৪ কিলোমিটার দূরে থাকবে। এই পূর্ণচন্দ্রকে ডাকা হয় ‘বাক মুন’ নামে। এই সময় পুরুষ হরিণের শিং বৃদ্ধি পায়। তারই ইংরেজি নাম ‘বাকে’র কারণেই তাই এই নামে ডাকা হয় জুলাই মাসের পূর্ণিমার চাঁদকে। এছাড়াও ‘থান্ডার মুন’, ‘হে মুন’, ‘স্যালমন মুন’ ও ‘রাসবেরি মুন’ নামেও ডাকা হয় এমাসের পূর্ণিমার চাঁদকে। যেখানে সাধারণত বছরে ১২টি পূর্ণিমা থাকে, সেখানে ২০২৩সালে এমন ১৩ টি পূর্ণিমা ঘটবে। 

আগস্ট মাসে দুটি সুপারমুন দেখা যাবে, যার মধ্যে একটি ব্লু মুন থাকবে যা এই বছর পৃথিবীর সবচেয়ে কাছের চাঁদ হবে। ২০২৩ সালের চতুর্থ এবং চূড়ান্ত সুপারমুন ২৯ সেপ্টেম্বর উঠবে। বার্ষিক সূর্যগ্রহণটি ১৪ অক্টোবর উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকা জুড়ে মানুষ দেখতে পাবে।

সূত্র : wionews.com
 

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status