বিবিধ
লামার ইউএনও পেলেন শুদ্ধাচার পুরস্কার
লামা (বান্দরবান) প্রতিনিধি
২৭ জুন ২০২৩, মঙ্গলবার
জাতীয় শুদ্ধাচার-২০২২-২৩ উপলক্ষে বান্দরবান জেলার ৭ উপজেলার মধ্যে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার কর্মক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা, পেশাগত দায়িত্ব, কর্তব্য নিষ্ঠা, সদাচরণ, বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। তাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করেছেন।
গত রোববার বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলার শ্রেষ্ঠ ইউএনও মো. মোস্তফা জাবেদ কায়সার এর হাতে। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তা এবং জেলার সকল ইউএনও উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য বিরাট প্রাপ্তি। এ পুরস্কার অর্জন আমার কাজের গতি সঞ্চার করবে। ভালো কাজ ও মানুষের কল্যাণে কাজ করতে আগামি দিনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।