ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

তথ্য প্রযুক্তি

আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টে অপোর ‘ঈদ আনন্দ’

স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ২৬ জুন ২০২৩, সোমবার, ১:৩০ অপরাহ্ন

mzamin

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শীর্ষস্থানীয় টেকনোলজি ব্র্যান্ড অপো আকর্ষণীয় সব অফার এবং ডিসকাউন্ট চালু করেছে, যাতে গ্রাহকরা স্মার্টফোন ক্রয়ের পাশাপাশি অন্যান্য এক্সক্লুসিভ সব পণ্যও উপভোগ করতে পারবেন। ২০২৩ সালের ২৩ থেকে ২৯ জুন এর মধ্যে বাছাইকৃত অপো ডিভাইসগুলো কেনার মাধ্যমে গ্রাহকরা এই বিশেষ ডিসকাউন্ট ও মার্চেন্ডাইজ পেতে পারেন, যার মধ্যে রয়েছে সাকিব আল হাসানের সিগনেচার টি-শার্টস, সাকিব আল হাসান সিগনেচার ব্যাক কভার, রেনো৮ টি ব্যাকপ্যাক এবং ঈদ প্রোমো ক্যাশব্যাক। 

যরা অপো রেনো৮ টি কিনবেন, স্মার্টফোনের ফাইবারগ্লাস-লেদার স্টিচিং ডিজাইনকৃত ৪০X মাইক্রোলেন্স ক্যামেরাসহ একটি ১০০এমপি পোর্ট্রেট এক্সপার্ট ক্যামেরা, ৮ রঙের অরবিট লাইট, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন ছাড়াও উপহার হিসেবে তারা পাবেন একটি এক্সক্লুসিভ রেনো ৮ ব্যাকপ্যাক।

প্রতি অপো এ৭৭ এর সাথে ক্রেতারা পাবেন ফাইবারগ্লাস লেদার ফ্ল্যাট-এজ ডিজাইন, এর চার্জিং ক্যাপাসিটি ৩৩ডব্লিউ এসইউপিইআরভিওওসি চার্জিং ক্যাপাসিটি, ৫০- মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা, ৪ জিবি+৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম+১২৮ জিবি রম, আলট্রা লিনিয়ার স্টেরিও স্পিকারস– এবং এ ফোনের সাথে বাড়তি উপহার হিসেবে থাকবে একটি সাকিব আল হাসান সিগনেচার টি-শার্ট।  
আলট্রা-থিন ফ্ল্যাট-এজ রেট্রো ডিজাইন, ডুয়াল অরবিট লাইট, ৬ এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৫জি চিপসেট, বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ২.০ এবং এএমওএলইডি এফএইচডি+ ডিসপ্লেসহ প্রতিটি অপো এফ২১ প্রো ৫জি স্মার্টফোন এর সাথে একটি সাকিব আল হাসান সিগনেচার ব্যাক কভার উপহার দেয়া হবে। 

এছাড়াও ঈদের মৌসুমে অপোর আরো অনেক অফার ও ডিসকাউন্টের দিকে নজর দেবার দরকার রয়েছে গ্রাহকদের। নির্দিষ্ট অপো স্মার্টফোনের সাথে মার্চেন্ডাইজ উপহার ছাড়াও আছে ঈদ প্রোমো ক্যাশব্যাক পাবার সুযোগ। অপো এ১৭ ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা পেতে পাড়েন ১,০০০ টাকা পর্যন্ত ঈদ প্রোমো ক্যাশব্যাক। এই অফারটির সময়সীমা ২০২৩ সালের ২০ থেকে ২৯ জুন পর্যন্ত। 

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং ঈদ-উল-আযহার অফার ও ডিসকাউন্ট সম্পর্কে জানান, “উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে অপো আশাবাদ ও অনুপ্রেরণা ছড়িয়ে দেয়। বর্তমানে কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা এক সম্ভাবনাময় ভবিষ্যতে  বিশ্বাস রাখি। ঈদ-উল- আযহা চলাকালীন আকর্ষণীয় সব অফার এবং ডিসকাউন্টের মধ্য দিয়ে আমরা গ্রাহকদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে চাই। বিশ্বব্যাপী স্মার্ট ডিভাইসের জগতে নেতৃস্থানীয় অবস্থানে থেকে অপোর অনুপ্রেরণামূলক মাধ্যমে ঈদ আনন্দ বৃদ্ধি পায়। আমাদের বিশেষ ডিলগুলো গ্রাহকদের প্রিয় অপো ডিভাইস কেনার অভিজ্ঞতাকে আরো আনন্দময় করে তুলবে।” 

এই সীমিত সময়ের অফারটি সম্পর্কে আরো জানতে গ্রাহকরা তাদের নিকটতম অথোরাইজড অপো রিটেইলার শপ কিংবা অপো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন।

বিজ্ঞাপন

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

   

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status