বিবিধ
প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতে ইতিহাস গড়ল ভুটান
অনলাইন ডেস্ক
(৩ মাস আগে) ২৫ জুন ২০২৩, রবিবার, ২:৫৭ অপরাহ্ন

মালদ্বীপের মালে অনুষ্ঠিত পাঁচ জাতি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছে ভুটান। শুক্রবার রাতে শ্বাসরুদ্ধকর ফাইনালে স্মরণীয় জয় নিশ্চিত করে দেশটি।
ভুটান লাইভ জানিয়েছে, গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরে যাওয়া ভুটান ফাইনালে শুরু থেকেই প্রতিরোধ গড়ে। রোমাঞ্চকর লড়াইয়ে প্রথম কোয়ার্টারে সমান তালে চলার পর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে অনেক পয়েন্টে এগিয়ে যায় ভুটান।
দ্বিতীয় কোয়ার্টারে ভুটানের গতি এবং দারুণ সব পাস তাদের ১০ পয়েন্টের লিড নিশ্চিত করতে সাহায্য করে। তৃতীয় কোয়ার্টারেও তারা নিজেদের আধিপত্য বজায় রাখে। অন্যদিকে টার্নওভারকে পুঁজি করে ও ভুটানের ফাউলকে কাজে লাগিয়ে বাংলাদেশ তাদের আক্রমণাত্মক খেলাটি খেলে চতুর্থ কোয়ার্টারে।
২১ সেকেন্ড বাকি থাকতেই ভুটানের লিড এক পয়েন্টে নেমে যায়। বাংলাদেশ তখন একটি ফাউলকে পুঁজি করে খেলায় ৬০-৫৯ ব্যবধানে এগিয়ে ছিল; ঘড়িতে তখন বাকি ছিল মাত্র ১১ সেকেন্ড। একেবারে সময় শেষের মাত্র এক সেকেন্ড বাকি থাকতে একটি নিষ্পত্তিমূলক লে-আপ এবং একটি ফ্রি থ্রো গোল করে দুই পয়েন্টে জয় নিশ্চিত করে।
প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতে ভুটানের ক্যাপ্টেন রিনচেন দরি্জ বলেন, “এটি দুর্দান্ত; এমন এক অনুভূতি যা বোঝাতে পারব না। আমি মনে করি এই অনুভুতি শেষ হতে আমার প্রায় এক সপ্তাহ সময় লাগবে। আমরা হাল ছাড়িনি। এমনকি একেবারে শেষ সময়েও যখন তারা লিড দিচ্ছিল, আমরা বলেছিলাম আমাদের সবটুকু দিতে হবে; এটি আজীবন সুযোগ।
ক্যাপ্টেন বলেন, “আমার দলের সবচেয়ে বড় বিষয়, আমরা সহজে হাল ছাড়ি না। আমি মনে করি এটি অসম্ভব সুন্দর কিছুর সূচনা।”
সূত্র: ভুটান লাইভ
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]