রকমারি
হাই হিল জুতো পরে ১০০ মিটার দৌড়ে গিনেসে নাম তুললেন স্প্যানিশ যুবক
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৫ জুন ২০২৩, রবিবার, ২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন

হিল জুতো পরে ১২.৮২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন ৩৪ বছরের স্প্যানিশ যুবক ক্রিশ্চিয়ান রবের্তো লোপেজ রডরিগেজ। যুবকের অভিনব দৌড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গিনেস কমিটি। তার কাণ্ড দেখে অবাক নেটদুনিয়া। ২.৭৬-ইঞ্চির স্টিলেটো হিল পরে এই অসাধ্য সাধন করেছেন তিনি। রেকর্ডটি আগে আন্দ্রে অরটল্ফের দখলে ছিল, যিনি ২০১৯ সালে
১৪.০২ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন হাই হিল পরে। ক্রিশ্চিয়ানের রেকর্ড উসাইন বোল্টের ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ড
চেয়ে মাত্র ৩.২৪ সেকেন্ড পেছনে। গিনেসের নিয়ম অনুযায়ী এই রেকর্ড করার জন্য, একজনকে অবশ্যই হিল পরতে হবে যা হতে হবে
কমপক্ষে ২.৭৬ইঞ্চি উঁচু। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ক্রিশ্চিয়ান বলেন, তিনি শুরু থেকেই ভালোমতো প্রস্তুতি নিয়েছিলেন। আসলে ক্রিশ্চিয়ান একজন ডায়বেটিক রোগী। তিনি বলেন, “এই দৌড়ের জন্য কঠোর অনুশীলন করতে হয়েছিল।
সূত্র: টাইমস নাও