ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রকমারি

হাই হিল জুতো পরে ১০০ মিটার দৌড়ে গিনেসে নাম তুললেন স্প্যানিশ যুবক

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২৫ জুন ২০২৩, রবিবার, ২:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন

mzamin

হিল জুতো পরে ১২.৮২ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন  ৩৪ বছরের স্প্যানিশ যুবক  ক্রিশ্চিয়ান রবের্তো লোপেজ রডরিগেজ।   যুবকের অভিনব দৌড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গিনেস কমিটি। তার কাণ্ড দেখে অবাক নেটদুনিয়া। ২.৭৬-ইঞ্চির স্টিলেটো হিল পরে এই অসাধ্য সাধন করেছেন তিনি। রেকর্ডটি আগে আন্দ্রে অরটল্ফের দখলে ছিল, যিনি ২০১৯ সালে 
১৪.০২ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন হাই হিল পরে। ক্রিশ্চিয়ানের রেকর্ড উসাইন বোল্টের ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ড
চেয়ে মাত্র ৩.২৪ সেকেন্ড পেছনে। গিনেসের নিয়ম অনুযায়ী  এই  রেকর্ড করার  জন্য, একজনকে অবশ্যই হিল পরতে হবে যা হতে হবে 
কমপক্ষে ২.৭৬ইঞ্চি উঁচু। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ক্রিশ্চিয়ান বলেন,  তিনি শুরু থেকেই ভালোমতো প্রস্তুতি নিয়েছিলেন। আসলে ক্রিশ্চিয়ান একজন ডায়বেটিক রোগী। তিনি বলেন, “এই দৌড়ের জন্য কঠোর অনুশীলন করতে হয়েছিল। হিল জুতো পরে জোরে দৌড়ানো চ্যালেঞ্জিং ছিল।” স্পেনে, এই ধরনের রেস বেশ জনপ্রিয়। ক্রিশ্চিয়ান বলছেন,   তিনি এই রেকর্ডটি গড়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে টাইপ ওয়ান  ডায়াবেটিস রোগী   নিজের  সাধ্যের বাইরে গিয়েও অনেক কিছুই করতে পারে। চোখ বেঁধে দৌড়ানোর দ্রুততম ১০০ মিটারের বিশ্ব রেকর্ডও তার ঝুলিতে রয়েছে।

সূত্র:  টাইমস নাও

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status