তথ্য প্রযুক্তি
হ্যাকিংয়ের কবলে চ্যাটজিপিটি অ্যাকাউন্টও
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৪ জুন ২০২৩, শনিবার, ১২:৪১ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্যবহারকারী। এর প্রচার ও শক্তি নিয়ে রোজই প্রকাশ হচ্ছে নানা খবর। তবে আশঙ্কার কথা হচ্ছে- চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্যবহারকারীদের তথ্য চুরি করতে সাইবার হামলা করছে একদল হ্যাকার। লাখেরও বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা। এতে বিশ্বজুড়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান গ্রুপ-আইবি(Group-IB)।
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ-আইবি’র তথ্যানুযায়ী, সাইবার হামলা এবং অনলাইন প্রতারণার মাধ্যমে ১ লাখ ১ হাজার ১৩৪টি ডিভাইসে চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। ঝুঁকিতে রয়েছে ব্যবহারকারীদের ব্যাংক তথ্য, ই–মেইল, পাসওয়ার্ড ও ফোন নম্বর ।
এক ব্লগ পোস্টে গ্রুপ-আইবি জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতে ইনফো-স্টিলিং ম্যালওয়ার ব্যবহার করেছে হ্যাকাররা। বিভিন্ন ওয়েবসাইটের নকল লিংকের মাধ্যমে ম্যালওয়্যারটি ব্যবহারকারীদের ডিভাইসে প্রবেশ করে। ব্রাউজারে থাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ডসহ ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস আড়ালে সংগ্রহ করে। এশিয়া প্রশান্ত অঞ্চলের বিভিন্ন দেশগুলোর চ্যাটজিপিটি ব্যবহারকারীদের টার্গেট করেই এমন সাইবার হামলা বেশি হচ্ছে। এ অঞ্চলের প্রায় ৪০ দশমিক পাঁচ শতাংশ চ্যাটজিপিটি অ্যাকাউন্ট এরই মধ্যে সাইবার হামলার শিকার হয়েছে।
এ থেকে রক্ষা পেতে সংস্থাটি একই পাসওয়ার্ড সবজায়গায় ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।