ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের নির্বাহি পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৬:৩৩ অপরাহ্ন

mzamin

 গত শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশন (কুআ) নির্বাহি পরিষদ নির্বাচন (২০২৩-২৬) অনুষ্ঠিত হয়। কুআ নির্বাচন কমিশন (কুনিক) এর সুচারু আয়োজনে উৎসব মুখর পরিবেশে অনলাইনে ভোট কার্যক্রম পরিচালিত হয় এবং ১০ জুন তারিখ রাত ১২ঃ৩০ মিনিটে 'কুনিক' এর পক্ষ হতে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। অত্র নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৫০ টি পদের বিপরীতে ১১৮ জন প্রাক্তন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 'কুআ' নির্বাহি পরিষদ নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১৯ ভোটের ব্যবধানে আর্কিটেকচার ডিসিপ্লিনের খুরশীদ আলমেহের তন্ময়কে পরাজিত করে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের এজেডএম আনোয়ারুজ্জামান আনোয়ার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ৪ জন প্রার্থীর মধ্যে ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মোঃ আকতার হোসেন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মোঃ ইকবাল কবির বিপুল। সহসভাপতির ৫ টি পদে যথাক্রমে খোঃ মাযহাবউদ্দীন পল্লব, ড. মো. শফিক-উর রহমান, মোঃ তানভীর হাসান সুজন, মোঃ আনিসুর রহমান তুহিন এবং হোসনে আরা পপি নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও সহ-সম্পাদক হিসেবে সাইকা ইমাম শান্তা ও মোঃ মুজাহিদুল ইসলাম সৌরভ (২ জন) যুগ্ম-সম্পাদক পদে; তাকদিউর রহমান মুকুট, মোঃ শফিকুল আলম সুজন এবং মতিউর রহমান মতিন ৩ জন সাংগঠনিক সম্পাদক পদে; মোঃ রশিদুল ইসলাম রশিদ অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে এবং ডঃ সঞ্জয় কুমার চন্দ সহকারী অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে; ডঃ মোঃ আজিজুল হাসান পিরু জনসংযোগ সম্পাদক এবং মোঃ সোহেল সরোয়ার জাহান সহকারী জনসংযোগ সম্পাদক পদে; অধ্যাপক ডঃ মুন্নুজাহান আরা বিথী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ডঃ শেখ তারেক আরাফাত শাওন সহকারী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে; মোঃ সাতিল ইসলাম ডলার ক্রীড়া ও সাংষ্কৃতি সম্পাদক এবং একেএম হুমায়ন কবীর দেওয়ান স্বপন সহকারী ক্রীড়া ও সাংষ্কৃতি সম্পাদক পদে; আসমা হক কান্তা নারী বিষয়ক সম্পাদক পদে; ডঃ আহসান হাবীব শিমুল শিক্ষার্থী কল্যান বিষয়ক সম্পাদক এবং মোঃ আব্দুল্লাহ আল মামুন সহকারী শিক্ষার্থী কল্যান বিষয়ক সম্পাদক পদে; খন্দকার আজিজুর রহমান মানিক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং মোঃ আল মাসুদ উদ্দিন মনি সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে; কানিজ ফাতেমা পাপড়ি সমাজকল্যান সম্পাদক এবং মোঃ শহিদুল ইসলাম শহিদ সহকারী সমাজকল্যান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে খুলনা বিশ্ববিদ্যালয়ের এলামনাই শিক্ষকদের সংরক্ষিত কোটায় ৫ জন যথাক্রমে ডঃ মোঃ নুর উন নবী রিংকু, ডঃ মোঃ নাজমুস সাদাত শুভ, ফাল্গুনী আকতার, ডঃ মাসুদুর রহমান মাসুদ এবং অনুপম কুমার বৈরাগী নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদের বাকি ১৭ টি পদে যথাক্রমে ডঃ একেএম আখতারুজ্জামান বসুনিয়া লিটন, তৌহিদ আমানুল্লাহ, খন্দকার মোঃ আশরাফুল আলম লিপন, মো; জাকিউল হাসান, মোঃ নাজমুল হুদা, মোঃ শাহিনুর রহমান কবির, এমএম আরাফাত হোসেন, কবরী বিশ্বাস অপু, হাসান জামিল জেনিথ, অধ্যাপক ডঃ মোঃ নাজমুল হাসান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শামীম কিবরিয়া, মাহামুদুল হাসান মিল্লাত, মোঃ মোবারক হোসেন উজ্জ্বল, রাশেদুল আলম সরকার রাশেদ, মোঃ ছরোয়ার জাহান এবং বিশ্বজিৎ রায় বিশ্ব নির্বাচিত হয়েছেন।
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status