ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রকমারি

টানা ১৪ টা লটারি জেতার জের

ব্যক্তির প্রতিভা দেখে লটারি আইনে পরিবর্তন আনে অস্ট্রেলিয়া

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৯ জুন ২০২৩, শুক্রবার, ৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন

mzamin

একজন সাধারণ লটারি খেলোয়াড়ের ভাগ্য খুব সুপ্রসন্ন হলে তিনি একাধিকবার লটারি জিততে পারেন। কিন্তু সেই জেতার সম্ভাবনা থাকে ১৪ মিলিয়নের মধ্যে একজনের। এদিকে সেই চেনা ছককে ভেঙে দিয়েছিলেন এক ব্যক্তি। তিনি একবার, দুবার নয় টানা ১৪ বার জ্যাকপট জিতে নেন।   

রোমানিয়ান-অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ এবং গণিতবিদ স্টেফান ম্যান্ডেল একটি সহজ "হ্যাক" করার উপায় বাতলে ১৯৮০ -এর দশকে একাধিক লটারি জিতেছিলেন। ম্যান্ডেল তার ১৪ টি লটারি জিতে ৩০ মিলিয়ন ডলারের বেশি ঘরে নিয়ে গিয়েছিলেন। যেখানে জ্যাকপট পুরস্কার মোট সংখ্যার সংমিশ্রনের চেয়ে বেশি ছিল। প্রায় তিন গুন বেশি। 

জেতার এই প্রবণতা দেখে অস্ট্রেলিয়ার ওই লোটো খেলোয়াড় আরো বেশি টিকিট কিনতে একটি সিন্ডিকেট বা বিনিয়োগকারীদের গ্রুপ সংগঠিত করে। টিকিটের সংখ্যা বাড়ার সাথে সাথে তার জেতার সম্ভাবনাও বেড়ে যায়। উদাহরণস্বরূপ, একটি লটারিতে যেখানে লোকেদের ১ থেকে ৪০ পর্যন্ত ছয়টি সংখ্যার একটি সেট নির্বাচন করতে হবে, সেখানে লটারি জেতার জন্য স্বতন্ত্র মোট সংখ্যাটি বিস্ময়করভাবে দাঁড়াবে ৩,৩৮,৩৮,৩৮০। 

ম্যান্ডেলের প্রতিভা অস্ট্রেলিয়া সরকারকে হতবাক করে দেয়। প্রথম লটারি তিনি জিতেছিলেন রোমানিয়াতে একটি খেলায়। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। যদিও কৌশলটি পুরোপুরি নিয়ম মেনেই ছিল, তবুও তৎকালীন অস্ট্রেলিয়ান সরকার খেলার নিয়ম নিয়ে সন্দেহ প্রকাশ করে।   খেলোয়াড় বা তাদের গোষ্ঠীগুলিকে সমস্ত টিকিট ক্রয় করার রাস্তা বন্ধ করে দেয়। আসলে ক্র্যাকডাউনের পর ম্যান্ডেল বুঝতে পেরেছিলেন যে যুক্তরাষ্ট্রের  লটারি আইন ততটা পোক্ত ছিল না এবং সেখানেই তার সবচেয়ে বড় এবং চূড়ান্ত জয় অপেক্ষা করছিল। 

প্রথম পুরস্কার থেকে শুরু করে মোট ১৩২ টি পুরস্কার লটারি থেকে জিতে নিয়েছিলেন এই ম্যাজিক খেলোয়াড়। তারা অস্ট্রেলিয়ায় ৭.১ মিলিয়ন টিকিট প্রিন্ট করে ৬০ হাজার ডলার খরচ করে তা জাহাজে করে পাঠিয়ে যুক্তরাষ্ট্রে। তারপর সেই হাজার হাজার লটারি টিকিট মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত মুদি দোকানে পাঠিয়ে দেবার ব্যবস্থা করা হয়। এভাবেই  লটারি জগতে জিনিয়াস হয়ে ওঠেন স্টেফান ম্যান্ডেল।

সূত্র : টাইমস নাও

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status