খেলা
মেসির ক্লাবে যোগ দেয়ার গুঞ্জনে সুয়ারেজ বললেন, ‘অসম্ভব’
স্পোর্টস ডেস্ক
(৩ মাস আগে) ৯ জুন ২০২৩, শুক্রবার, ১:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। গুঞ্জন উঠেছে সদ্য বার্সেলোনা ত্যাগ করা সার্জিও বুসকেটসকেও ভেড়াতে পারে মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটি। সম্ভাবনার তালিকায় রয়েছে লুইস সুয়ারেজের নামও। তবে খবরটিকে গুজব দাবি করলেন উরুগুইয়ান ফরোয়ার্ড।
২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন লুইস সুয়ারেজ। ২০২০ সাল পর্যন্ত ন্যু-ক্যাম্পে ছিলেন তিনি। অর্থাৎ দীর্ঘ ৬ বছর লিওনেল মেসি এবং সুয়ারেজ ড্রেসিংরুম শেয়ার করেন বার্সেলোনায়। দুই বন্ধুর পুনর্মিলনের খবরে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বসিত হওয়ারই কথা। তবে ফুটবলপ্রেমীদের আশায় পানি ঢেলে দিলেন সুয়ারেজ। বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলা ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘এই খবরের পুরোটাই মিথ্যা... এখন এটা অসম্ভব। গ্রেমিওতে আমি খুবই খুশি আছি।
বার্সেলোনায় ছয় বছর কাটিয়ে ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখান লুইস সুয়ারেজ। সেখান থেকে ২০২২ সালে ফেরেন তার প্রথম ক্লাব নিজ দেশের নাসিওনালে। পরে ওই বছরই যোগ দেন গ্রেমিওতে।