দেশ বিদেশ
চট্টগ্রামে ভ্রমণ পিপাসুদের জন্য জেলা প্রশাসনের পর্যটন বাস
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৯ জুন ২০২৩, শুক্রবারচট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরনগরে চালু করা হয়েছে পর্যটক বাস সার্ভিস। প্রাথমিকভাবে একটি বাস নগরের টাইগারপাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ও ফৌজদারহাটে নবনির্মিত ডিসি পার্ককে ঘিরে চলবে। ভ্রমণপ্রত্যাশীদের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধি এবং এসি বাস যোগ করা হবে। বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ্ নূরী এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষে সকাল ১০টায় সার্কিট হাউসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমান, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। জানা গেছে, প্রথমিক পর্যায়ে বিআরটিসি’র দু’টি দ্বিতল বাসকে পর্যটক বাস হিসেবে তৈরি করা হয়েছে।
এর মধ্যে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একটি ছাদখোলা বাসও রাখা হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা ও ৪টায় টাইগার পাস থেকে ডিসিপার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের পথে যাত্রা করবে পর্যটক বাস। সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় শহরে ফিরবে বাস দু’টি। তবে ছুটির দিনগুলোতে বিকালের পাশাপাশি সকালেও চলাচল করবে এই দুই বাস।
পাঠকের মতামত
চট্টগ্রাম বন্দরে চালু করা হলো পর্যটকবাহী বাস। এখন ঢাকায় দেখা যাক কী হয়। একই সার্ভিস চালু করা হলে মন্দ হবে না। এসি বাস থাকলে ভালো হয়। তবে ভাড়া বেশি মনে হয়েছে ।