ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

রকমারি

রাস্তায় নামলেই আটকে যাচ্ছে গাড়ী, রহস্য কী?

মানবজমিন ডিজিটাল

(৯ মাস আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

উল্টে পড়ে রয়েছে কন্টেইনার। খোলা দরজা দিয়ে গলগল করে আঠা বের হয়ে পড়ছে রাস্তায়। হাইওয়ের উপরে লম্বা গাড়ির লাইন। রাস্তায় পা ফেললেই দাঁড়িয়ে থাকতে হবে একই জায়গায়।  ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের দক্ষিণ অকল্যান্ডের মহাসড়কে। ওকল্যান্ডে  এসএইচ-১ হাইওয়ের উপরে একটি কন্টেনার ট্রাক থেকে কয়েক টন আঠা পড়ে যায়। সেই আঠার উপরে চাকা গড়াতেই আটকে যায় কন্টেইনার ট্রাকের পিছনে থাকা সমস্ত গাড়ি। 

এনজেড হেরাল্ডের মতে, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি নিউজিল্যান্ড স্টেট হাইওয়ে ২০-এর কাছে ক্যাভেন্ডিশ ড্রাইভ জুড়ে ২২টন শক্তিশালী আঠা হাইওয়েজুড়ে পড়ে যাবার একটি কল আসে। ট্রাকের পিছনের কন্টেইনারটি তার পাশে উল্টে যেতে দেখা যায়।

নিউজিল্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি ওয়াকা কোটাহির তরফে টুইট করে জানানো হয়, হাইওয়ের উপরে আঠা পড়ে যাওয়ার কারণে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। নিউজিল্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি, ওয়াকা কোটাহি টুইট করেছে- এই ক্র্যাশ সাইটের আঠা পরিষ্কার-পরিচ্ছন্নতা আজ কিছু সময়ের জন্য অব্যাহত থাকবে। রাস্তায় আঠা পড়ে থাকার কারণে ম্যাসি রোড থেকে এসএইচ২০ রুটে যান চলাচলে দেরি হতে পারে। বেশ কিছু রাস্তাও ঘুরিয়ে দেওয়ায় গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগবে।

বিজ্ঞাপন

অকল্যান্ড কাউন্সিলের প্রোঅ্যাকটিভ কমপ্লায়েন্স ম্যানেজার অ্যাড্রিয়ান উইলসনের একটি বিবৃতি অনুসারে, কী করে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত চলছে। খোলা হয়েছে হেল্পলাইন  নাম্বার।  রাস্তাজুড়ে আঠা পড়ে যাওয়ার কারণে সাউথ-ওয়েস্টার্ন মোটরওয়েতে মাইলের পর মাইল রাস্তায় যানজট ছিল।

 সূত্র : এনডিটিভি

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status