রকমারি
৫২ লক্ষ টাকা হেলায় মোবাইল গেমের পেছনে ওড়ালো চীনা কিশোরী
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৩ অপরাহ্ন

বাবা-মা সংসার চালানোর জন্য ৪ লক্ষ ৪৯ হাজার ৫০০ ইউয়ান বা ৫২ লক্ষ অর্থ সঞ্চয় করেছিলেন তিলে তিলে, সেই টাকাই এক ধাক্কায় উড়িয়ে শেষ করে দিলো মাত্র ১৩ বছরের এক কিশোরী। ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশে। নাম না জানা ওই কিশোরী মোবাইল গেমের প্রতি অমোঘ আকর্ষণ থেকে মায়ের ওয়ালেট থেকে টাকা চুরি করে বসে। মেয়েটির স্কুলের শিক্ষিকা তার অভিভাবকদের জানায় যে স্কুলে বসেই সে অনবরত গেম খেলতো। এভাবে একদিন মেয়েটির মা তার ব্যাংক ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন সেখানে একটি টাকাও অবশিষ্ট নেই, পরে আছে মাত্র ০.৫ ইউয়ান। মেয়েটিকে জিজ্ঞেস করার পর সে তার মাকে জানায়, সে গেম সম্পর্কে জানতে ১ লক্ষ ২০ হাজার ইউয়ান, গেমটি কিনতে ২ লক্ষ ১০ ইউয়ান, ক্লাসের ১০ টি বন্ধুর জন্য গেমটি কিনতে আরো ১ লক্ষ ইউয়ান খরচ করেছে। গেমটি কেনার পর অনিচ্ছা সত্ত্বেও তাকে এতগুলো টাকা খরচ করতে হয়েছে বলে একটি ভিডিওতে জানিয়েছে ওই কিশোরী।
শুধু তাই নয়, ভিডিওতে সে বলেছে টাকা সম্পর্কে সে বিশেষ কিছু জানে না। সে মায়ের ডেবিট কার্ডটি হাতের কাছে পেয়ে সেটি শুধু ব্যবহার করেছে মাত্র। ফাঁকতালে মায়ের কার্ডের পাসওয়ার্ডটি জেনে নিয়েছিলো ওই চীনা কিশোরী। আর তাতেই কেল্লা ফতে। কুকীর্তির এখানেই শেষ নয় মা যাতে কিছু জানতে না পারে তার জন্য মোবাইল থেকে লেনদেনের সব রেকর্ড সে মুছে দিয়েছিলো, পরে স্কুল শিক্ষকের থেকে সত্য জানতে পেরে এখন মাথায় হাত পড়েছে পরিবারটির। খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর অনেকে মেয়েটিকেই দোষী সাব্যস্ত করে বলেছে ১৩ বছরে কোনটা ঠিক কোনটা ভুল সেই ধারণা অন্তত তৈরী হয়ে যায়। কেউ আবার মেয়েটির বাবা-মা-কেই এই অবস্থার জন্য দায়ী করেছেন।
সূত্র: টাইমস নাও