দেশ বিদেশ
পিএসসির নতুন সচিব হাসানুজ্জামান কল্লোল
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০২ পূর্বাহ্ন
জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে মহাপরিচালক নিয়োগ দিয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি কর্ম কমিশনের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকের পদটি সচিব পদমর্যাদার।
এদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে সরকারি কর্ম কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে। আর অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেককে সচিব পদে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।