ঢাকা, ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ভালোবাসার টানে ভারতীয় তরুণী সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ প্রতিনিধি
৫ জুন ২০২৩, সোমবারmzamin

ভারত থেকে প্রেমের টানে নাইসা মল্লিক (২৬) নামের এক তরুণী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসেছে। এসেই বিয়ের পিঁড়িতে বসেছে ভালোবাসার মানুষ জুয়েল সরকার (২৪) নামে যুবকের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের। 
গতকাল দুপুরে ওই তরুণ ও তরুণীর সঙ্গে কথা বলে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সুবাদে দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর আগে ভালোবাসার সুবাদেই গত বুধবার উল্লাপাড়ার বালসাবাড়ী গ্রামে আসেন ওই নারী। এরপর প্রেমিক ওই গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েল সরকারের সঙ্গে বৃহস্পতিবার বিয়ে হয়। এদিকে ভারত থেকে আসা ওই তরুণীকে এক নজর দেখতে ছেলের বাড়িতে ভিড় করছে স্থানীয় বাসিন্দাসহ দূর-দূরান্ত থেকে আসা মানুষ।

নাইসা মল্লিক বলেন, আমার বাবার নাম খয়রুল আলম মল্লিক। ভারতের হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিকপাড়ায় বাড়ি। প্রেমের কথা আমার পরিবারকে জানালে তারা মেনে নিতে অস্বীকার করেন। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিদ্ধান্ত নিই। তারপর পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসি।

বিজ্ঞাপন
এখানে আসার পর বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়। পছন্দের মানুষকে বিয়ে করে তিনি অনেক সুখে আছেন বলে জানান নাইসা।

পাত্র জুয়েল সরকার বলেন, দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়। তাই নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি। সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট গোলাম মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কোর্টে ভারতীয় মেয়ে নাইসা ও উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েলের সাথে বিয়ে সম্পন্ন হয়েছে।

ছেলের বাবা ইরান সরকার বলেন, ভারতীয় তরুণীর সঙ্গে আমার ছেলে জুয়েলের ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। এরপর ওই মেয়ে আমার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেমেয়ে দুজনের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা আমার বাড়িতে রয়েছে।

 

পাঠকের মতামত

শুভ কামনা রইল......

মোকতার
১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৪:২৩ অপরাহ্ন

ছেলের বৌ কে আদর করবেন।

Mahmood
৫ জুন ২০২৩, সোমবার, ৭:২০ পূর্বাহ্ন

Congratulations. শুভকামনা।

Rose
৫ জুন ২০২৩, সোমবার, ৫:২০ পূর্বাহ্ন

শুভকামনা।

হক
৫ জুন ২০২৩, সোমবার, ২:২৭ পূর্বাহ্ন

Congratulations. Stay blessed. Now you, Naisa, try to convince your parents to accept your marriage.

Masud Khan
৪ জুন ২০২৩, রবিবার, ৯:৫৭ অপরাহ্ন

শুভকামনা। ভালো থাকুন।

Anwarul Azam
৪ জুন ২০২৩, রবিবার, ১২:৪৫ অপরাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status