অনলাইন
মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধ আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়েছে। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট শাহ আহমেদ বাদল এ মামলা করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, মামলায় মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়েছে। কাল চেম্বার জজ আদালতে শুনানি হবে।
পাঠকের মতামত
কিচ্ছু হবে না। ক্ষমতায় তারা।
কোনো সুপরামর্শ, আইন-আদালত, কাউন্সিলিং করে মেয়র তাপসকে ভাল করা যাবে না। কারণ এটা তাপসের জ্বিনগত সমস্যা।
অল্প বিদ্যা ভয়ংকরী ! উনার অজ্ঞতা মুখ্যতা এবং উদ্দত আচরণ ওনাকে ডুবাবে ! দক্ষিণের মেয়র হিসেবে (যেভাবেই হউক) উনাকে আরও সদাচারী , বিনয়ী ও শিষ্টাচারী হউয়া উচিত ।
ভূইয়া একাডেমীর ব্যারিস্টার!
আওয়ামিলীগ তাহাকে মেয়র বানিয়েছেন কিন্তু শিষ্টাচার শিখাতে পারেননি।
শেখ পরিবারের সদস্য হিসাবে মেয়র সাহেবকে আরও বিনয়ি হওয়া প্রয়োজন। কিন্তু তিনি হচ্ছেন অহংকারি একজন মানুষ।
কোন শিক্ষায় মানুষ হওয়া যায় আর কোন শিক্ষায় অমানুষ এটা তার প্রকৃষ্ট উদাহরণ। আসলে শিক্ষার ও দোষ দেই না। দোষ যে দলটা করে সে দলের। এ দলের অধিকাংশের ই আচরন এমন।
ব্যারিস্টার তাপসকে উচ্চ শিক্ষা যে মানুষ বানাতে পারেনি বিভিন্ন সময়ে তার দেওয়া বক্তৃতা শুনলেই সেটি পরিস্কার হয়ে যায়। আমার দৃষ্টিতে লোকটি চরম রকমের বেয়াদব এবং বড় মাপের অহংকারী।
আপিল বিভাগের উচিত স্বপ্রণোদিত হয়ে তাপস’কে তলব করা। এই লোকটার ন্যূনতম শিষ্টাচার নেই। একে মেয়র পদে অযোগ্য ঘোষণা করা হোক। আর তার বাংলাদেশ বার কাউন্সিল সনদ বাতিল করা হোক।
Taposh must be punished for committing crime of ousting the chief justice of the Supreme Court, a constitutional position, by force.