বিনোদন
‘আমি চাই রাজ আমাকে তালাক দিক’
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

বেশ কদিন ধরেই পরীমনি ও শরীফুল রাজের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না। সবশেষ ২৯ শে মে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও ফাঁস হয়। এরপর থেকে তাদের সম্পর্কের আরও অবনতি হয়। পরীমনি অভিযোগ করেছেন, ২০ মে বাসা থেকে বের হয়ে যান রাজ। এরপর আর কোনো যোগাযোগ করেননি। যদিও পরীমনির বক্তব্যকে ‘মিথ্যাচার’ অভিহিত করেন রাজ। বিষয়টি নিয়ে পরীমনি বলেন, ২০শে মে রাজ বাইরে ছিল। সেলিম ভাই ও তার স্ত্রী তাকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। এসে তিনি বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো।
পরী বলেন, একটা পর্যায়ে সেলিম ভাই, তার স্ত্রীসহ রাজ তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যায় । এরপর আর আসেনি। বিষয়টি নিয়ে রাজ বলেন, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। বিচ্ছেদের বিষয়ে পরিমনি বলেন, রাজ আমাকে ছেড়ে চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর নিজেকে তার স্ত্রী হিসেবে ভাবতেই চাই না। পরী আরও বলেন, আমি চাই রাজ আমাকে তালাক দিক। তবে রাজ আমার ছেলের বাবা, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু এই সংসার টেকানোর জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু সেটা হলো না।
পাঠকের মতামত
স্বামী স্ত্রীর ডিভোর্স হলেও বাবা -মার ডিভোর্স হয় না, নচিকেতার বিখ্যাত গান মনে পড়েগেলো।বাবা - মা তাদের স্বেচ্ছাচারিতায় নিজের সন্তানের জীবন নষ্ট করছে।রাজ পরীমনি দুজনরই কাউন্সিলিং দরকার এবং দুজনেই যেহেতু মুসলমান তওবা করে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন.....
এই লুচ্চা রাজের কাছে থাকার চাইতে না থাকাই ভালো, আপনি আপনার পথে থাকেন, পারলে সব কিছু ছেড়ে সন্তানকে নিয়ে আল্লাহর পথে আসেন। আল্লাহর কাছে আপনার পূর্বের ও বর্তমানের কৃতকর্মের জন্য তওবা করেন, আল্লাহ আপনাকে ভালো কিছু করবে। অনেক তো কিছু করলেন, এই সামান্য জীবনে ?? এইবার জীবনটা পাল্টে ফেলুন........আল্লাহ আপনার সহায় হউন।
পরীমণি এবং রাজকে বলব আল্লাহর পথে ফিরে আসুন।বুঝা যাচ্ছে আপনারা দুইজনই অশান্তির মধ্যে আছেন।পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করুন ;দেখবেন সব অশান্তি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ।
আশাকরি ,কতৃপক্ষ সুস্থ সমাজ নির্মাণে সহায়ক ভূমিকা রাখবেন । আপনাদের রুচিবোধের উন্নতি প্রয়োজন ।
যে মিডিয়া সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে না , ঐ মিডিয়া জগতের মানুষ গুলোর চরিত্র কেমন হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। এদের পারিবারিক কর্মকান্ডের প্রতিচ্ছবি পত্র পত্রিকায় প্রকাশিত না হওয়াই উত্তম।
পরিমনির চিকিৎসা দরকার। মানসিক চিকিৎসা।