ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

তিন লাখ গাছ লাগিয়ে বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ৮:০১ অপরাহ্ন

mzamin

 তিন লাখ দেশীয় প্রজাতির ফুল, ফল এবং ঔষধী গাছ লাগিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন  করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শনিবার সারা দেশে এই গাছ লাগানো হয়। সংগঠনটির দাবি, বর্তমানে সারা দেশে বিডি ক্লিনের ৪৪ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। পূর্ব নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীর দিন প্রত্যেক সদস্য ৭টি করে তিন লাখের বেশি গাছ লাগিয়েছেন। এর মধ্যে রয়েছে কাঁঠাল, জাম, জলপাই, লিচু, নিম, অর্জুন, বকুল ও জারুল। 
বিডি ক্লিনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা জানান, গাছ রোপণের উপযুক্ত জায়গা সদস্যদের নিজেদেরকেই নির্বাচন করতে হয়েছে। এ ছাড়া রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও তাঁদেরই করতে হবে। শুধু তাই নয়, সেই পরিচর্যার হালনাগাদের ছবি তুলে প্রতি প্রতি মাসের ৩ তারিখ সন্ধ্যার মধ্যে আবার নিজ নিজ ফেসবুক থেকে আপলোড করতে হবে। 
বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার বলেন, সাধারণত কেক কেটে হইচই বা মজার মধ্য দিয়ে সবাই নিজ নিজ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। কিন্তু আমরা তা করছি না। কারণ আমরা বিশ্বাস করি জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জন্য কল্যাণকর হয় এমন কিছুই করা উচিত। তাই আমরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রত্যেকেই ৭টি করে গাছের চারা রোপণ করেছি। 
তিনি আরও বলেন, সব চেয়ে বড় ও উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, আমাদের রোপিত ওই ৭টি গাছের পরিচর্যা নিজেরাই করব। এখানেও আমাদের স্লোগান রয়েছে "গাছ লাগিয়ে পরিচর্যা করব, পরিচ্ছন্ন সবুজ বাংলাদেশ গড়ব"। ভবিষ্যতে বিডি ক্লিনের সদস্যদের লাগানো গাছগুলোই বাংলাদেশের অক্সিজেন ফ্যাক্টরি এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। 
উল্লেখ যে, ২০১৬ সালের ৩ জুন ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সংগঠনটি যত্রতত্র ময়লা ফেলার অভ্যাসের মানসিকতা পরিহার করে পরিচ্ছন্ন মানসিকতা এবং জীবাণুমুক্ত ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status