খেলা
পাকিস্তানে এশিয়া কাপের কোনো ম্যাচ হতে দেবে না ভারত?
স্পোর্টস ডেস্ক
(৪ মাস আগে) ২৯ মে ২০২৩, সোমবার, ২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন

এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা কাটছেই না। তিন দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে পাকিস্তানের দ্য নিউজ খবর দেয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড’ মডেলে এশিয়া কাপ খেলতে রাজি হয়েছে ভারত। এবার উল্টো খবর দিলো ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। হাইব্রিড নয়, নিরপেক্ষ ভেন্যুতেই এশিয়া কাপ খেলার সিদ্ধান্তে অনড় বিসিসিআই।
রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপে অংশ নিতে চায় না ভারত। সেকারণে হাইব্রিড মডেলের প্রস্তাব করেন পিসিবি সভাপতি নাজাম শেঠি। এতে টুর্নামেন্টের প্রথম ৬ ম্যাচ পাকিস্তান ও পরের ৭ ম্যাচ অন্য ভেন্যুতে আয়োজন করার পরিকল্পনার কথা জানায় পিসিবি। এই মডেল অনুসারে, ভারত ছাড়া অন্য চারটি দেশ পাকিস্তানে গিয়ে কমপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ভারতের সব ম্যাচ হবে দ্বিতীয় ভেন্যুতে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিসিআই সচিব জয় শাহ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানদের কাছে ভারতের অনড় অবস্থান তুলে ধরেছেন। রোববার আহমেদাবাদে এশিয়ার তিন বোর্ডপ্রধানের সঙ্গে এক অনানুষ্ঠানিক সভা করেন জয় শাহ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ডের এক সদস্য পিটিআইকে বলেন, ‘বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান পিসিবিকে বলেছে, তাদের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। কিন্তু হাইব্রিড মডেলে আগ্রহী নয় ভারত। এখন অচলাবস্থা ভাঙতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এসিসি নির্বাহী বোর্ডের সভায়, যেটা প্রেসিডেন্ট জয় শাহকে আহ্বান করতে হবে।’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী বোর্ডের সদস্যদেশ ২৫টি। এর মধ্যে ৫টি আইসিসির পূর্ণ সদস্য। আর এশিয়া কাপ খেলবে এই টেস্ট খেলুড়ে পাঁচ দেশ এবং নেপাল। তাই এসিসির বোর্ড সভায় কোনো সিদ্ধান্ত গ্রহণে বাকি ১৯ দেশের সংশ্লিষ্টতা অযৌক্তিক মনে করছেন সেই এসিসি কর্মকর্তা। পিটিআইকে তিনি বলেন, ‘এখানে একটা মাঝামাঝি সমাধান দরকার। কারণ হাইব্রিড মডেল নিয়ে ভোটাভুটি করা যায় না। টুর্নামেন্ট খেলবে ৬টি দেশ, বাকি ১৯ দেশের ভেন্যু নিয়ে মতামত দেয়ার কী অর্থ? যেখানে তাদের অংশগ্রহণ বা স্বার্থ নেই, সেখানে তারা কীসের ভিত্তিতে, কী ভোট দেবে?’
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]