ঢাকা, ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

গিলের আরেকটি সেঞ্চুরি, গুজরাটের টানা দ্বিতীয় ফাইনাল

স্পোর্টস ডেস্ক

(৪ মাস আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ১১:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৮ অপরাহ্ন

mzamin

আইপিএলে সেঞ্চুরি করাই যেন এখন শুভমন গিলের কাছে সবচেয়ে সহজ কাজ। শেষ চার ম্যাচে গুজরাট টাইটান্সের এই ওপেনারের তিন সেঞ্চুরি যেন তারই প্রমাণ। দ্বিতীয় কোয়ালিফায়ারেও গিলের ব্যাট থেকে আসে ধংসাত্মক সেঞ্চুরি। আর আতে ২৩৩ রানের পাহাড় গড়ে গুজরাট। সেই রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস।

আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাইকে ৬২ রানের ব্যবধানে হারায় গুজরাট। গত আসরে আইপিএলে অভিষেক হওয়া হার্দিক পান্ডিয়ার দলের এটা টানা দ্বিতীয় ফাইনাল।

গুজরাটের দেওয়া ২৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানেই দুই ওপেনারকে হারায় মুম্বাই। তিলক ভার্মা ঝড়ো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি, ফেরেন ১৪ বলে ৪৩ করে। এরপর সূর্যকুমার যাদব ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৬১ রান। এছাড়া ২০ বলে ৩০ করেন ক্যামেরুন গ্রিন।

বাকিদের ব্যর্থতায় ১৬ রানেই শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বাইয়ের ইনিংস। 

এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে গুজরাট।

বিজ্ঞাপন
একপ্রান্তে ঋদ্ধিমান সাহা কিছুটা ধীরে খেললেও এদিন শুরু থেকেই আগ্রাসী ছিলেন আরেক ওপেনার গিল। দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায় গুজরাট, ঋদ্ধি ফেরেন ব্যক্তিত ১৮ রানে।

এরপর সাই সুদর্শনকে নিয়ে ঝড় শুরু করেন গিল। দুজনে মিলে গড়েন ১৮৮ রানের বিধ্বংসী জুটি। দলীয় ১৯২ রানে ফেরার আগে ৬০ বলে সাত চার ও ১০ ছক্কায় ১২৯ রানের টর্নেডো ইনিংস আসে গিলের ব্যাট থেকে। 

৩১ বলে ৪৩ করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন সুদর্শন। এরপর শেষদিকে হার্দিকের ১৩ বলে ২৮ রানের ক্যামিওতে ২৩৩ রানে থামে গুজরাটের ইনিংস। 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status