অনলাইন
আত্মহত্যার চেষ্টা চবি ছাত্রীর, হাসপাতালে মৃত্যু
অনলাইন ডেস্ক
(৫ দিন আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪০ অপরাহ্ন

প্রতীকী ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী তেলাপোকার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে হাসপাতালে নেয়া হলে সুমি ত্রিপুরা নামে ওই ছাত্রীর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার জানান, বৃহস্পতিবার বিকেল বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের কাছে একটি বাড়িতে তেলাপোকার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুমি। উদ্ধার করে শুরুতে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তিনি জানান, ভাইয়ের সঙ্গে রাগারাগি করে তেলাপোকার ওষুধ খায় ওই ছাত্রী।
পাঠকের মতামত
যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি,আশুগৃহে তার রইলো না আর জীবন চলার পথ।