তথ্য প্রযুক্তি
গলু'স রিভিউ: রেসিপির সাথে জোগায় বিনোদন
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৯ অপরাহ্ন

তাপসী এবং পার্থ দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরীর কাজ করে যাচ্ছেন। নিজেদের ছোটো ছেলে যার ডাক নাম গলু, সেই গলুর নামেই তাপসীরা কনটেন্ট তৈরী করে, পশুপাখির পাশাপাশি জনসেবামূলক কাজ করেন উনারা। গলুস রিভিউ ও পুচির মা নামে আরও দুটি জনপ্রিয় পেইজ আছে। রান্নাবান্না, রেসিপিকে উপস্থাপন করে বিনোদনের জন্য ও। ২০২১ সালের মার্চ মাসে শুরু হয় গলু'স রিভিউ ফেসবুক পেজ এর যাত্রা। বর্তমানে ২.৩ মিলিয়ন ফলোয়ার্স যুক্ত আছে এই ফেসবুক পেজ এর সাথে। তার কনটেন্টগুলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দুইজায়গায়ই সমানভাবে জনপ্রিয়।
গলু'স রিভিউ রান্নাবান্নার সাথে জড়িত ভিডিও কনটেন্ট বানালে ও মানুষকে বিনোদন দেয়াই তাদের মূল উদ্দেশ্য। নিজেদের কনটেন্ট এমনভাবে বানাচ্ছে যেনো সব বয়সী মানুষের পছন্দ হয় এবং সব বয়সী মানুষদেরকে তারা যেনো দর্শক বানাতে পারে সেটা ও তাদের লক্ষ্য। নিজেদের কনটেন্ট তৈরীর সময় কনটেন্ট এর কোয়ালিটির উপর ও লক্ষ্য রাখে তাপসী, যদি ও নিজেদের কনটেন্ট এর উপর স্ক্রিপ্ট রেডি করে না গলু'স রিভিউ।
কনটেন্ট প্রকাশের আগে কনটেন্ট এডিটিং এর কাজটা ও তাপসী সামলান। ঘর সংসার ইত্যাদির পরে কিভাবে সামলান তাপসী? এ ব্যাপারে তাপসী বলেন, 'সংসার সামলে আমার কন্টেন্ট তৈরি করতে মোটেও বেগ পেতে হয়না কারন আমার কন্টেন্ট এর একটা বড় অংশ হলো আমার সংসার, আমি মূলত আমার কন্টেন্ট এ মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করি যেখানে আমার পরিবার আমাকে সবসময় সাহায্য করে।'
প্রতিটি কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগেটিভিটির স্বীকার হয়।
এখন প্রতিনিয়ত তৈরী হচ্ছে নতুন নতুন কনটেন্ট ক্রিয়েটর৷ নতুনদেরকে উদ্দেশ্য করে তাপসীর পরামর্শ এমন কিছু করা যা অন্যদের চাইতে ভিন্ন, নতুন কিছু।
মন্তব্য করুন
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]