বিনোদন
‘সমালোচনা তোয়াক্কা না করে কেবল কাজটা করে গেছি’
স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৩, শুক্রবার
তিনি সোশ্যাল মিডিয়ার তারকা। পুরোদমে ব্যবসায়ী হলেও এখন অনলাইন মাধ্যমের আলোচিত মুখ। প্রথমে বিতর্কিত হলেও লাইভে নিজের সাবলীল ও বোল্ড উপস্থাপন ও ব্যক্তিত্বের মাধ্যমে অর্জন করেছেন মানুষের ভালোবাসা। তিনি আর কেউ নন, রোবাইয়াত ফাতিমা তনি। সোশ্যাল মিডিয়াজুড়ে তার লাইভের ভিডিওগুলো ভেসে বেড়ায়। সবমিলিয়ে বর্তমানে আলোচনায় তিনি। নিজের কাজের শুরুর গল্প বলতে গিয়ে টনি বলেন, আমার জন্য বিষয়টা এত সহজ ছিল না। বেশ স্ট্রাগল করতে হয়েছে। অনেক মানুষের কথা শুনেছি। নারীদের ক্ষেত্রে যেটা হয় আর কি।
কিন্তু মানুষের সমালোচনার তোয়াক্কা না করে আমি কেবল কাজটা করে গেছি।
এটাই যদি হতো তাহলে তো আমি কাজ করতাম না। ১৫-১৬ ঘণ্টা কাজ করি আমি। আমার ফ্যাশন ব্র্যান্ড ‘সানভীস তনি’স এর ১১টি শাখা চালাচ্ছি। লোভী হলে তো এগুলোর দরকার পড়তো না। কাজ না করে পায়ে পা উঠিয়ে বিলাসী জীবনযাপন করতাম। ঈদের আগে তো আপনার স্বামী লাইফ সাপোর্টে ছিল। তারপরও আপনি কাজ চালিয়ে গেছেন। লাইভ করে গেছেন। এই সময়টা কেমন ছিল? তনি বলেন, কঠিন সময় ছিল। তবে এই ব্যবসা দিয়ে কিন্তু আমার স্টাফদের বেতন দিতে হয়। বোনাস থাকে ঈদে।
সবকিছুর কথা চিন্তা করে আমি কাজ বন্ধ রাখিনি। আমি মরে গেলেও কাজ যেন বন্ধ না হয় আমি স্টাফদের বলে রেখেছি। তবে আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনেক শুভকামনা ও দোয়া ছিল। আপনি যা করছেন তাই ভাইরাল হচ্ছে। এ বিষয়টি কীভাবে দেখেন? তনি অকপট বলেন, পজেটিভলি দেখি। কারণ আমি আমার কাজটা করে যাচ্ছি। কেউ বাজে কমেন্ট করে শান্তি পেলে পাক। আমি আমার মতো উত্তর দিয়ে দেই। আবার আমার লাইভের ভিডিও কেটেও অনেকে পেজ ও ইউটিউব থেকে অনেক ইনকাম করছেন। আমার ভিডিওর জন্য যদি কারও সংসার চলে তাতে মন্দ কি।