অনলাইন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরীর হরগ্রাম এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান।
উল্লেখ্য, গত ১৯শে মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’ বলে মন্তব্য করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতা চাঁদের গ্রেপ্তারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
পাঠকের মতামত
আবু সাঈদ চাদ যেই বক্তব্য দিয়েছেন তা অনভিপ্রেত, মিনু সাহেব বলেছেন চাদ সাহেব বলতে চেয়েছেন আঃলীগের রাজনৈতিক কবর রচনার কথা, কিন্তু বলতে গিয়ে শব্দ চয়নে ভুল করে পেলেছেন। এর পরেও আমি এই বক্তব্যের সাতে একমত নই। কিন্তু বেগম খালেদা জিয়া কে পদ্মা সেতু থেকে পেলে দেয়ার কথা কি হত্যার হুমকি নয় ???
নিউজে পড়লাম তিনি একটি ব্যাক্তিগত গাড়ীতে পালিয়ে [চলে?] যাচ্ছিলেন। তিন দিন আগে তিনি দলীয় সভায় বক্তব্য দিয়েছিলেন তিনি আসন্ন আন্দোলনের জন্য "জীবন"দিতে প্রস্তুত রয়েছেন। তার সাথে তার কর্মীদের ও জীবন দিতে প্রস্তুত হবার জন্য বলেছেন। তিন দিনের মাথায় হঠাৎ এই পিঠটান?
চাঁদের গ্রেফতার একটি চলমান আইনি প্রক্রিয়া কিন্তু চাঁদের পাশাপাশি একই অভিযোগে অভিযুক্ত অন্যান্য গ্রহ নক্ষত্রদেরও গ্রেফতারের দাবী জানাচ্ছি! কারণ,সুস্থ নির্বাচনী প্রক্রিয়ার সাথে এই বিষয়টিও এখন মুখ্য !