অনলাইন
গোপন কক্ষে জোর করে নৌকা প্রতীকে ভোট নেয়ার অভিযোগ, উত্তেজনা
পিয়াস সরকার, গাজীপুর থেকে
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রের গোপন কক্ষে জোর করে নৌকা মার্কায় ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। আজ সকালে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে এমন অভিযোগ করেন একজন ভোটার। তিনি বলেন- অন্য মার্কায় ভোট দিলে সেটি বাতিল করতে বাধ্য করা হয়। এরপর রাজি না হলে উচ্চস্বরে বলতে শোনা যায়, মেয়রের ভোট নৌকায়, কাউন্সিলরের ভোট যাকে খুশি তাকে দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কক্ষে আসেন।
তিনি বলেন, পোলিং এজেন্টদের দেখিয়ে বলে তোরা থাকতে অন্য মার্কায় ভোট দেয় কিভাবে? এরপর আমাকে প্রশ্ন করেন বাড়ি কোথায়? নাম কি? আমি কেন্দ্র থেকে চলে আসি। এই ঘটনার পর কেন্দ্রের বাইরে নৌকার নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন। এক পর্যায়ে পুলিশ তাদের কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেন।
পাঠকের মতামত
গতবার জাহাঙ্গিরও ঠিক এমনটা করেছিল। অর্থাৎ জোর করা ছাড়া তাদের গতি নেই।
মার্কিন নিষেধাজ্ঞা কি গাজীপুর নির্বাচনের ক্ষেত্রে কি প্রযোজ্য? যদি হয় তবে নির্বাচন কমিশনসহ অনেকেই নিশিচত কাঠগড়ায়!
এই দেশে যতবারই ভোট হোক ততবারই এই অবস্থায় হবে সুষ্ঠু নির্বাচন হবে না জোর করে নৌকাতে ভোট নিয়ে নিবে। প্রশাসন কি করে প্রশাসন কি তাদের গোলাম, না জনগণের হেফাজত করবে (ঠিক কিনা)
আমার অধীনে যতোগুলো নির্বাচন হয়েছে তার সবগুলো সুষ্ঠু হয়েছে,বানীতে - আমাদের মাননীয়া।।
বিজয়ী সতন্র জায়েদা নির্বাচিত হলেও বিজয়ী ঘোষণা করাহবে আজমত উল্লাকে। ফলাফল পালটে দেওয়া হতে পারে সুষ্ঠ ভোটহলে আজমতউল্লার জামানত বাজেয়াপ্ত হবে ১০০০% আমার ধারনা।
গত জাতীয় নির্বাচনেও আওয়ামীলীগ একই কাজ করেছে।
নির্বাচনে সংশ্লিষ্ট সবাই বুথের এজেন্ট থেকে শুরু করে জেলা প্রশাসকসহ সবাই একটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করলে যত কিছুই করা হোক নির্বাচন স্বচ্ছ করা যাবেনা। দেশের নির্বাচনী ব্যবস্থাকে সুকৌশলে ১৪ বছর ধরে অত্যন্ত সুনিপূনভাবে এই সিষ্টেমে নিয়ে যাওয়া হয়েছে। সবাইকে একটি দলের আদর্শে বিশ্বাসী বেঁচে বেঁচে নিয়োগ দেয়া হয়েছে, সর্বশেষ সংযোজন রাষ্ট্রপতি। এই সরকারের উচ্চ পদে আসীন ব্যক্তি পদত্যাগ করে নির্বাচন দিলেও নির্বাচন সুষ্ঠু হবেনা। একমাত্র নিরপেক্ষ তত্ববধায়ক সরকারই এই নজিরবিহীন দলীয়করণকে ভেঙ্গে একটি অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে।