অনলাইন
ইভিএমে যেন টেম্পারিং করা না হয়, শেষ পর্যন্ত দেখবো: জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টার
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৮ অপরাহ্ন

নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর আছে জানিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের ভোট যেন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে হয়। কোনো জায়গায় যেন ইভিএমের মেশিন টেম্পারিং করা না হয়। নির্বাচন কমিশন ও সরকার সুষ্ঠু ভোট করার ব্যাপারে যে ঘোষণা দিয়েছে আমরা সেটি শেষ পর্যন্ত দেখবো তারা সেটি সঠিকভাবে পালন করে কি না। তিনি বলেন, আমরা ভোটের মাঠে আছি।
আমরা সর্বশেষ গণনা পর্যন্ত দেখবো কারচুপি আছে কি না। বৃহস্পতিবার গাজীপুর সদরে মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে সঙ্গে নিয়ে নিজের কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, কিছু জায়গায় আমাদের এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। ভয় দেখানো হয়েছে। তবুও সব কেন্দ্রে আমাদের এজেন্টরা গিয়েছে। তাতে কিছু যায় আসে না। গাজীপুরের মানুষ আমার মাকে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে।
ভোটারদের ভোট দিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহরের মানুষকে বলবো আপনারা ভোটকেন্দ্রে আসুন ভোট দিন।
পাঠকের মতামত
অতীতে আপনি টেম্পারিং করিয়েছিলেন তাই আপনার অভিজ্ঞতা ভালো, আজকে টেম্পারিং হলে দোষ কোথায়?? সাধারণ জনগণ টেম্পরিং এর বিষয় টা জানলেও গুরুত্ব কম ছিলো, কিন্তু আপনার মুখ থেকে সোনার পর জাতি নিশ্চিত আসলেই ইভিএমে টেম্পরিং হয়,