ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম, দাম কত জানেন ?

মানবজমিন ডিজিটাল

(৪ মাস আগে) ২৪ মে ২০২৩, বুধবার, ১২:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

mzamin

জানেন কি বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম পাওয়া যায় জাপানে। যার প্রতি স্কুপের দাম ৫ হাজার পাউন্ড। এই ফ্রোজেন ডেজার্ট, জাপানে বাইকুয়া নামে পরিচিত। জাপানি ভাষায় যার মানে 'সাদা রাত'। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে আনুষ্ঠানিকভাবে এটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আইসক্রিমের খেতাব দেয়া হয়েছে। জাপান এই আইসক্রিমের জন্য ৮ লক্ষ ৮০ হাজার ইয়েন করে পাচ্ছে। জাপানি আইসক্রিম ব্র্যান্ড সেল্যাটো তার ওয়েবসাইটে 'হোয়াইট নাইট'কে জেলাটো বলে উল্লেখ করেছে যার উৎস ইতালি। সুস্বাদু খাবারটি বিশেষভাবে ইতালীয় শহর আলবাতে পাওয়া যায়, যেখানে সাদা ট্রাফলের জন্য প্রতি কিলোগ্রামে দুই মিলিয়ন ইয়েন (১১,৬০৬ পাউন্ড) পর্যন্ত খরচ হতে পারে।, আইসক্রিমটি তৈরিতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যেগুলি বহুমূল্য, বিরল। যেমন, একধরনের ছত্রাক, এটি পাওয়া যায় ইতালিতে। এই ছত্রাকের প্রতি কেজির দামই পড়ে ১৬ লাখ টাকার বেশি! সবচেয়ে বড় কথা, আইসক্রিমটিতে রয়েছে সোনা! এডিবল গোল্ড লিফ।

বিজ্ঞাপন
এই সোনা খাওয়াও যায়। দুই ধরনের পনির এবং 'সাকেকাসু', একটি পেস্টের মতো উপাদান। 

কোম্পানির একজন প্রতিনিধি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছেন, 'আমাদের এই আইসক্রিম করতে দেড় বছরেরও বেশি সময় লেগেছে, অনেক পরীক্ষা-নিরীক্ষার পর আমরা সঠিক স্বাদ আনতে সক্ষম হয়েছি '। সংস্থাটি বলেছে যে তাদের লক্ষ্য শুধুমাত্র মুখের জল আনা ব্যয়বহুল মিষ্টি তৈরি করাই নয় বরং ইউরোপীয় এবং জাপানি খাবারকে একত্রিত করে ফিউশন তৈরী করা। রেস্তোরাঁ রিভির প্রধান শেফ তাদায়োশি ইয়ামাদাকে নিয়ে আসা হয়েছে, যিনি ফ্রেঞ্চ-জাপানিজ ফিউশন খাবারের জন্য পরিচিত। এই ফ্রোজেন ডেসার্টটি জাপানে বিক্রয়ের জন্য উপলব্ধ এবং সিএনএন অনুসারে সরাসরি গ্রাহকদের কাছে পাঠানো হয়। সাদা ট্রাফলকে সঠিক টেক্সচারে ঢালার পর আইসক্রিমটি নরম হয়ে যায়, তারপর সেটিকে ধাতব চামচ দিয়ে মেশানো হয়। গ্রাহকদের পরামর্শ দেওয়া হয় আইসক্রিমটিকে ঘরের তাপমাত্রায় ডিফ্রস্ট করতে, যদি টেক্সচারটি খুব শক্ত হয়। বিশেষজ্ঞরা ফরাসি সাদা ওয়াইনের সাথে এটি খাবার পরামর্শ দিচ্ছেন।

সূত্র : dailymail.co.uk
 

পাঠকের মতামত

ভালোই লাগে Kazi নামের এই মন্তব্যকারীকে সব বিষয় নিয়ে মন্তব্য করতে দেখে। কমপক্ষে একজন বাংগালী আছে যে সকল বিষয় নিয়ে মন্তব্য করতে পারংগম!

Kamrun
৩০ মে ২০২৩, মঙ্গলবার, ৭:৩৭ পূর্বাহ্ন

আইসক্রিম এর উপাদানের বর্ণনার সঙ্গে এর শারীরিক উপকারিতা কি জানলে বুঝতাম এত দামের সঠিক মূল্যায়ন।

Kazi
২৩ মে ২০২৩, মঙ্গলবার, ১১:৫০ অপরাহ্ন

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status