অর্থ-বাণিজ্য
‘বিসিসিসিআই-ইআরএফ রিপোর্টিং অ্যাওয়ার্ড’ চালুর ঘোষণা
অর্থনৈতিক রিপোর্টার
(১ বছর আগে) ২১ মে ২০২৩, রবিবার, ৩:২২ অপরাহ্ন

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উপর গুরুত্ব দিয়ে ‘বিসিসিসিআই-ইআরএফ রিপোর্টিং অ্যাওয়ার্ড’ চালুর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিসিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
শনিবার ঢাকার মতিঝিলে বিসিসিসিআই কার্যালয়ে নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিসিসিসিআই-এর সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা ও ইআরএফ এর জেনারেল সেক্রেটারি আবুল কাশেম।
সমঝোতা চুক্তি অনুযায়ী, বিনিয়োগ, বাণিজ্য ও উন্নয়নে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে ফোকাস করে ইআরএফ সদস্যদের প্রকাশিত ও প্রচারিত সংবাদে প্রতিযোগিতামূলকভাবে পুরস্কার দেয়া হবে।
পাঁচটি খাত নিয়ে প্রকাশিত ও প্রচারিত সংবাদ পুরস্কারের জন্য বিবেচিত হবে। খাতগুলো হলো- ১) বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক; ২) চীনের উন্নয়ন ধারণা ও নীতি কিভাবে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে; ৩) বিজ্ঞান ও প্রযুক্তি (দুই দেশের মধ্যে প্রযুক্তি স্থানান্তরের সুবিধা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, চতুর্থ শিল্প বিপ্লব ইত্যাদি); ৪) বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ; ৫) অন্যান্য (যেমন- ব্লু ইকোনমি, পর্যটন, সংস্কৃতি, শিক্ষা, হসপিটালিটি ইত্যাদি)। পুরস্কারের জন্য রিপোর্ট জমা দেয়া এবং অন্যান্য শর্ত ও নিয়মাবলী দ্রুত ঘোষণা করা হবে।
ইআরএফ ও বিসিসিসিআই একমত হয়েছে যে, পাঁচ ক্যাটাগরির প্রত্যেকটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেয়া হবে। প্রথম পুরস্কার বিজয়ীরা ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীরা ৭৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার টাকা পাবেন।
বিসিসিসিআই-ইআরএফ রিপোর্টিং অ্যাওয়ার্ড-এর গুরুত্ব তুলে ধরে আল মামুন মৃধা বলেন, বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক মূল্যায়নে ইআরএফ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ইআরএফ সদস্যদের জন্য রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজনে বিসিসিসিআই-এর সহযোগিতায় ধন্যবাদ জানিয়ে ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, এর মধ্য দিয়ে দুই সংগঠনের সম্পর্ক আরও জোরালো হবে। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বিসিসিসিআই ও ইআরএফ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানান তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিসিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দীন ইকবাল। এ সময় ইআরএফ-এর অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি মো. মিজানুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার এবং শাহ আলম নূরসহ বিসিসিসিআই-এর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।