অর্থ-বাণিজ্য
প্রাণ এর শিল্পপার্ক পরিদর্শন করলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান
অর্থনৈতিক রিপোর্টার
(১ বছর আগে) ২০ মে ২০২৩, শনিবার, ৯:২৯ অপরাহ্ন

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার নরসিংদীতে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন।
শিল্পপার্কে প্রতিনিধিদলকে স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল। প্রতিনিধিদলে ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা। এ সময় তারা বেভারেজসহ বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান কারখানার সার্বিক কর্মকান্ড দেখে প্রাণ গ্রুপের প্রশংসা করেন। তিনি বলেন, কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রাণ গ্রুপের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের শিল্পপার্ক পরিদর্শন করলে বোঝা যায় বাংলাদেশের অর্থনীতি কতটা এগিয়ে যাচ্ছে।
কামরুজ্জামান কামাল বলেন, আমরা ভোক্তার হাতে মানসম্মত পণ্য পৌঁছে দিতে সবসময় আধুনিক প্রযুক্তি সম্বলিত মেশিনারিজ ব্যবহার এবং উৎপাদনের প্রতিটি ধাপে কমপ্লায়েন্স মেনে পণ্য উৎপাদন করে আসছি। বর্তমানে দেশের ৩০টি স্থানে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা রয়েছে যেখান থেকে সারাবিশ্বে আমাদের ১৫০ কোটি ভোক্তার হাতে পণ্য পৌঁছে দিতে সক্ষম হচ্ছি।
প্রাণ গ্রুপের হেড অব কোয়ালিটি কন্ট্রোল ড. এসএম মারুফ কবির, টেস্টি ট্রিট এর হেড অব বিজনেস ইব্রাহিম খলিল, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) উইং কমান্ডার (অব.) সিদ্দিকুর রহমান ও জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) তনুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।