বিনোদন
এবার ডিপজলকে কড়া জবাব সিদ্দিকের
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২০ মে ২০২৩, শনিবার, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৩ অপরাহ্ন

সদ্য প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক, মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন ফারুক। প্রয়াণের পর দিনই নায়কের আসনে এমপি নির্বাচনের ঘোষণা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। যদিও পূর্বেই সংসদ সদস্য হওয়ার প্রচারণায় নামেন তিনি। তার এই ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, এমপি নির্বাচনের জন্য লাফালাফি করছেন। এতো লাফালাফি করা ঠিক না। তবে এবার ডিপজলকে কড়া জবাব দিলেন সিদ্দিক। মানবজমিনকে ডিপজল প্রসঙ্গে সিদ্দিক বলেন, তিনি বলেছেন লাফালাফির কথা, আমি বলি তার দল কোনটা? আপনি (ডিপজল) আওয়ামী লীগের কোনো পরীক্ষিত লোক না। তাই সিদ্দিকুর রহমান লাফালাফি করলে আপনার (ডিপজল) খারাপ লাগাটাই স্বাভাবিক। সারা বাংলাদেশে লাফালাফি করার সময় তো এখন আওয়ামী লীগের লোকের। কারণ, আমরা যে আদর্শকে বিশ্বাস করি সেই আদর্শ সরকার গঠন করেছে। আগামীতেও সরকার গঠন করবে।