ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

এবার ডিপজলকে কড়া জবাব সিদ্দিকের

স্টাফ রিপোর্টার

(৪ মাস আগে) ২০ মে ২০২৩, শনিবার, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৩ অপরাহ্ন

mzamin

সদ্য প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক, মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন ফারুক। প্রয়াণের পর দিনই নায়কের আসনে এমপি নির্বাচনের ঘোষণা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। যদিও পূর্বেই সংসদ সদস্য হওয়ার প্রচারণায় নামেন তিনি। তার এই ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, এমপি নির্বাচনের জন্য লাফালাফি করছেন। এতো লাফালাফি করা ঠিক না।  তবে এবার ডিপজলকে কড়া জবাব দিলেন সিদ্দিক। মানবজমিনকে ডিপজল প্রসঙ্গে সিদ্দিক বলেন, তিনি বলেছেন লাফালাফির কথা, আমি বলি তার দল কোনটা? আপনি (ডিপজল) আওয়ামী লীগের কোনো পরীক্ষিত লোক না। তাই সিদ্দিকুর রহমান লাফালাফি করলে আপনার (ডিপজল) খারাপ লাগাটাই স্বাভাবিক। সারা বাংলাদেশে লাফালাফি করার সময় তো এখন আওয়ামী লীগের লোকের।

বিজ্ঞাপন
কারণ, আমরা যে আদর্শকে বিশ্বাস করি সেই আদর্শ সরকার গঠন করেছে। আগামীতেও সরকার গঠন করবে।

পাঠকের মতামত

রাতে ভোট হলেই সিদ্দিকুর রহমানদের মত লোক ছিলেন এম পি হতে পারবে।

Sayadul islam
২১ মে ২০২৩, রবিবার, ১০:৩০ পূর্বাহ্ন

যেই বিএনপি মিথ্যার উপর প্রতিষ্ঠা হয়েছিল এবং এখনো মিথ্যার উপর রয়েছে সেই দলের নেতাকর্মী দের লাফালাফি তো কম দেখি না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও লাফাবে না আবার ক্ষমতাই না থাকলেও লাফাবে না, তাহলে যত লাফালাফি কি শুধু বিএনপির একক অধিকার?

Tulip
২০ মে ২০২৩, শনিবার, ১১:৫৯ অপরাহ্ন

জনাব সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের একমাত্র আদর্শ ছলেবলে কৌশলে ক্ষমতায় টিকে থাকা। আর সেটা করার জন্য যদি দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে হয়, নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠাতে হয় , সারাদিন অনর্গল মিথ্যা কথা বলতে হয় তাতে আওয়ামী লীগের কোন অসুবিধা নেই। আপনি আবার সেই আদর্শকেই ধারণ করেন এবং বুক ফুলিয়ে বলেন।‌

Andalib
২০ মে ২০২৩, শনিবার, ৯:৪৪ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status