ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

তথ্য প্রযুক্তি

ফেসবুকের ভুল, ক্ষমা চাইলো মেটা

মানবজমিন ডিজিটাল

(৪ মাস আগে) ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৯ অপরাহ্ন


সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা উদ্ভট এক সমস্যায় পড়েছিলেন। বন্ধু তালিকায় নেই এমন  কারো প্রোফাইলে ঢুকলেই তার কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট  যাচ্ছিল স্বয়ংক্রিয়ভাবে।  আর এ নিয়ে অনেক ব্যবহারকারী পড়েছিলেন বিব্রতকর পরিস্থিতিতে। তারা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট এবং ভিডিও পোস্ট করতে থাকেন। 
স্বয়ংক্রিয় রিকুয়েস্ট আসা-যাওয়া নিয়ে ব্যবহারকারীরা বিরক্ত হলেও কেউ কেউ হাস্যরসও করেছেন। 
তবে  জানা গেছে, বাগের(কোডজনিত ত্রুটি) কারণে ফেসবুকে এমন অসুবিধা হচ্ছিল। এক বিবৃতিতে মেটা এনিয়ে ক্ষমা চেয়েছে। বলেছে,  সমস্যার সমাধান করা হয়েছে।

গত ১২ মে’র ঘটনা।  বিশেষ করে বাংলাদেশ, ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় ব্যবহারকারীরা এমন সমস্যায় পড়েন। এ ধরণের ঘটনায় ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্রোফাইলের নিয়ন্ত্রণ অধিকারের লঙ্ঘন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
মেটা জানায়,  অ্যাপের একটি আপডেটে আমরা এই সমস্যা দূর করেছি। ভুলবশত কিছু ব্যক্তির কাছে এই ফ্রেন্ড রিকুয়েস্ট চলে যাচ্ছিল। এমন হওয়ার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

ওদিকে অনলাইন মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
সে সাথে ব্যবহারকারীদের এক্টিভিটি লগে গিয়ে চেক করতে বলেছে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো ও গ্রহণ করার কার্যক্রমটি।

পাঠকের মতামত

Facebook এবং Instagram এই দুইটা এখন পর্ণহাব বললেও ভুল হবে না। ব্রাউজিং করতে গেলেই কিছুক্ষণ পর পর এমন সব বিব্রতকর ভিডিও আসে কল্পনারও বাইরে৷ অন্তত কয়েক শত রিপোর্ট,ব্লক করলাম। কিছুতেই কোনও কাজ হয় না।

ফয়েজ
১৯ মে ২০২৩, শুক্রবার, ৬:৫৯ পূর্বাহ্ন

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status