তথ্য প্রযুক্তি
ফেসবুকের ভুল, ক্ষমা চাইলো মেটা
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৯ অপরাহ্ন
সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা উদ্ভট এক সমস্যায় পড়েছিলেন। বন্ধু তালিকায় নেই এমন কারো প্রোফাইলে ঢুকলেই তার কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট যাচ্ছিল স্বয়ংক্রিয়ভাবে। আর এ নিয়ে অনেক ব্যবহারকারী পড়েছিলেন বিব্রতকর পরিস্থিতিতে। তারা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট এবং ভিডিও পোস্ট করতে থাকেন।
স্বয়ংক্রিয় রিকুয়েস্ট আসা-যাওয়া নিয়ে ব্যবহারকারীরা বিরক্ত হলেও কেউ কেউ হাস্যরসও করেছেন।
তবে জানা গেছে, বাগের(কোডজনিত ত্রুটি) কারণে ফেসবুকে এমন অসুবিধা হচ্ছিল। এক বিবৃতিতে মেটা এনিয়ে ক্ষমা চেয়েছে। বলেছে, সমস্যার সমাধান করা হয়েছে।
গত ১২ মে’র ঘটনা। বিশেষ করে বাংলাদেশ, ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় ব্যবহারকারীরা এমন সমস্যায় পড়েন। এ ধরণের ঘটনায় ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্রোফাইলের নিয়ন্ত্রণ অধিকারের লঙ্ঘন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
মেটা জানায়, অ্যাপের একটি আপডেটে আমরা এই সমস্যা দূর করেছি। ভুলবশত কিছু ব্যক্তির কাছে এই ফ্রেন্ড রিকুয়েস্ট চলে যাচ্ছিল। এমন হওয়ার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
ওদিকে অনলাইন মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। সে সাথে ব্যবহারকারীদের এক্টিভিটি লগে গিয়ে চেক করতে বলেছে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো ও গ্রহণ করার কার্যক্রমটি।