ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

জীবন বীমা করপোরেশনের ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণ জয়ন্তী-২০২৩ উদ্‌যাপন

অর্থনৈতিক রিপোর্টার
১৫ মে ২০২৩, সোমবার
mzamin

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া জীবন বীমা করপোরেশনের ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণ জয়ন্তী-২০২৩’ বর্ণাঢ্যভাবে উদ্‌যাপন করা হয়েছে। রোববার বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সরকারের অতিরিক্ত সচিব করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে সিরডাপ মিলনায়তনে সুবর্ণ জয়ন্তীর আলোচনার আয়োজন করা হয়। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ আলোচনায় অংশ নেন। জীবন বীমা করপোরেশনের দীর্ঘ পথচলার ভিডিও প্রদর্শনের মাধ্যমে  সুবর্ণ জয়ন্তীর আলোচনা শুরু হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, জেবিসি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম, জেবিসি পরিচালনা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. সোহরাব হোসেন, জেবিসি পরিচালনা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুল হান্নান, করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর পারভিন সিদ্দিকা। আলোচনায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, জীবন বীমা প্রতিষ্ঠানগুলোকে মানুষের আস্থা অর্জন করতে হবে। 

নবায়ন প্রিমিয়াম ঝরার হার কমাতে হবে। বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠানে দাবি পরিশোধের হার মাত্র ৬৬%। তবে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, জেবিসি’র দাবি পরিশোধের হার ৮৭%। তিনি এই হার আরও বাড়িয়ে জনগণের আস্থা অর্জনের জন্য বীমা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে সুবর্ণ জয়ন্তীর আলোচনার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন
 আলোচনা শেষে ‘সুবর্ণ জয়ন্তী-২০২৩’ উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া বৃহৎ একটি কেক কেটে জীবন বীমা করপোরেশনের ৫১তম জন্মদিন উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status