রাজনীতি
টম বার্জের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ১০ মে ২০২৩, বুধবার, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

বৃটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিমের প্রধান টম বার্জের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।
আজ বুধবার বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ।
এর আগে গত সোমবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
পাঠকের মতামত
স্যার, আমরা সাধারন জনগন বিগত দুইটি নির্বাচন দেখেছি
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ বিভিন্ন দেশের কর্মকর্তারা বিএনপির সঙ্গে মাঝে মধ্যেই আলোচনায় বসেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার আগ্রহ দেখান তাঁরা। কিন্তু একটি বিষয় তাঁরা এড়িয়ে যাচ্ছেন কিনা জানিনা, তা হলো নির্বাচন কালীন সরকার। কারণ, একটি শিশুও এখন আর বিশ্বাস করেনা বর্তমান সরকারের অধীনে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এরজন্য আওয়ামী লীগ নিজেই দায়ী। তাঁরা সুষ্ঠু নির্বাচন ধ্বংস করে দিয়েছে। সুতরাং, বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে নির্বাচন কালীন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির
নয়াপল্টনে কাঁদলেন ফখরুল/ খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আল্টিমেটাম

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]