রকমারি
মিস করবেন বলে পিতার মরদেহ ফ্রিজে রেখে দিল সন্তান
মানবজমিন ডেস্ক
(৬ মাস আগে) ১০ মে ২০২৩, বুধবার, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

মৃত পিতার মরদেহ ফ্রিজে রেখে দেয়ার অপরাধে পুলিশের হাতে ধরা পড়লেন নেদারল্যান্ডের এক ব্যক্তি। যদিও এখনও কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ নিয়ে তদন্ত শুরু করেছে তারা। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের ল্যান্ডগ্রাফ শহরে।
স্কাই নিউজ জানিয়েছে, ওই ব্যক্তির বয়স ৮২ বছর এবং তার মৃত পিতার বয়স ছিল ১০১ বছর। পুলিশের কাছে তিনি জানিয়েছে, তার বাবার মৃত্যুর পর তাকে চলে যেতে দিতে চাননি তিনি। সে জন্য তাকে ফ্রিজে রেখে দিয়েছিলেন। তিনি সহজ সরল ভাষায় জানান যে, সমাহিত করা হলে আমি আমার বাবাকে অনেক মিস করতাম।
প্রায় ১৮ মাস আগেই মৃত্যু হয়েছিল তার পিতার। তার দাবি, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছিল তার। তবে বিষয়টি গোপন রেখে তার মরদেহকে ফ্রিজে জমিয়ে রাখেন তিনি। যাতে করে তার সঙ্গে কথা বলা অব্যাহত থাকে তার।
মন্তব্য করুন
রকমারি থেকে আরও পড়ুন
রকমারি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]