ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রকমারি

কেন মাউন্ট এভারেস্ট থেকে রাতে ভয়ঙ্কর শব্দ শোনা যায়?

মানবজমিন ডিজিটাল

(২ বছর আগে) ৫ মে ২০২৩, শুক্রবার, ৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৮ পূর্বাহ্ন

mzamin

মাউন্ট এভারেস্ট থেকে সূর্যাস্তের পরে নাকি ভয়ঙ্কর শব্দ শোনা যায়। হিমবিজ্ঞানী ইভজেনি পোডলস্কির নেতৃত্বে গবেষকরা বিশাল উচ্চতায় বিচ্ছিন্ন এই শব্দের কারণ খুঁজে পেয়েছেন। গবেষকরা ২০১৮ সালে নেপালের হিমালয়ে এক সপ্তাহের বেশি ট্রেকিং করে সেখানে ট্র্যাকার্ডিং-ট্রামবাউ হিমবাহ সিস্টেমের সিসমিক কার্যকলাপ পরীক্ষা করেছিলেন। তারা মাউন্ট এভারেস্টে তিন সপ্তাহ কাটিয়েছেন। হিমবাহের গভীরে কম্পন পরিমাপ করার জন্য বরফের উপর সেন্সর স্থাপন করেছিলেন বিজ্ঞানীরা, একই প্রযুক্তি ভূমিকম্পের মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। 

দলটি সিসমোগ্রাফিক ডেটা পরীক্ষা করে নিশ্চিত করে যে রাতের শব্দগুলির কারণ ছিলো চরম ঠান্ডা। তারা দেখেছে যে অন্ধকারের পরে তাপমাত্রার তীব্র পতনের কারণে হিমবাহের বরফ ফাটতে পারে। অভিযাত্রী ডেভ হ্যান ১৫ টি এভারেস্ট শৃঙ্গে অভিযান সমাপ্ত করেছেন। তিনি পার্বত্য উপত্যকার চারপাশে বিভিন্ন স্থানে বরফ ও শিলা ভেঙে পড়ার কথা শুনেছেন। হিমবিজ্ঞানী পোডলস্কি ডেইলি মেইলকে জানিয়েছেন, "এটি এমন একটি অঞ্চল যেখানে মানুষ আশ্চর্যজনক অভিজ্ঞতার সম্মুখীন হয়। রাতে তাপমাত্রা প্রায় -১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। তাপমাত্রার এই হারে পতনের কারণে এখানকার বরফগুলি খুব সংবেদনশীল হয়।"

সূত্র : টাইমস নাও

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status