ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

ছয় বউকে নিয়ে একসঙ্গে ঘুমাতে কোটি টাকার খাট বানালেন স্বামী

মানবজমিন ডেস্ক

(৪ মাস আগে) ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৩ অপরাহ্ন

mzamin

ছয় বউকে নিয়ে একসাথে ঘুমাতে অভিনব পদ্ধতি খুঁজে বের করেছেন ব্রাজিলের এক ব্যক্তি। তিনি তৈরি করেছেন ২০ ফিট বাই ৭ ফিট একটি খাট। আর্থার নামের ওই ব্যক্তি আবার ইন্টারনেট সেলেব্রিটি। ২০২১ সালে তিনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে একের পর এক বিয়ে করতে শুরু করেন। এক পর্যায়ে তার স্ত্রীর সংখ্যা ৯ জনে গিয়ে দাঁড়িয়েছিল। যদিও তার চার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এরপর তিনি আরও একজনকে বিয়ে করলে বর্তমানে তার স্ত্রী সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। আর্থারের ইচ্ছা, তাদের সবাইকে নিয়ে একসঙ্গে ঘুমাবেন তিনি। 

টাইমসনাউনিউজ জানিয়েছে, এই চিন্তা মতো আর্থার ২০ ফিটের একটি বিছানার অর্ডার দেয়। এই খাটটি বানাতে সময় লেগেছে ১৫ মাস। এই খাটটিকে পোক্ত করতে ৯৫০টি স্ক্রু ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন
খরচ হয় বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা। জানা গেছে, প্রাপ্ত বয়স্কদের সাইট অনলি ফ্যানসেও আর্থারের একটি অ্যাকাউন্ট রয়েছে। যেখানে তারা নিজেদের গোপন ছবি ও ভিডিও শেয়ার করেন। নানা টিপস শেয়ার করেন। আর সেখান থেকেই লাখ লাখ টাকা আয় করেন তারা। 

আর্থার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ২০ ফিটের বিছানার ছবি শেয়ার করে লিখেছেন, কয়েক মাসের সম্পর্কের অভিজ্ঞতার পর আমি বাস্তব একটি সমাধান বের করার চেষ্টা করেছি। আমি বিশ্বের সবচেয়ে বড় বিছানা তৈরি করেছি! আর্থারের স্ত্রীরা হচ্ছে, লুয়ানা কাজাকি (২৭), এমেলি সুজা (২১),ভালকুরিয়া সান্তোস (২৪), ওলিন্ডা মারিয়া (৫১), ডামিয়ানা (২৩)এবং আমান্ডা আলবুকার্ক (২৮)। আর্থার জানিয়েছেন যে, তিনি তার সব স্ত্রীর সাথে একটি করে বাচ্চা নিতে চান যাতে তাদের কেউ মন খারাপ না করে।

পাঠকের মতামত

একজনকে ভালোবাসা দিলে ৫ জনে ধরবে আমাকে দাও, আমাকে দাও,আমাকে দাও,আমাকে দাও, আমাকে দাও! শেষে আর ভাল বাসা থাকবে না। এর মধ্যে দুজন চলে গেছে। ঐ ৫১ বছরের স্ত্রীই থাকবে! এটাই হলো আসল কথা। ধন্যবাদ!

Sheikh Farid
৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৩:২৩ পূর্বাহ্ন

সাহসী প্রানী।

আনিস উল হক
২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ২:২৪ পূর্বাহ্ন

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status