অর্থ-বাণিজ্য
আর্থিক প্রতিষ্ঠান
এক প্রতিষ্ঠান থেকে একাধিক পরিচালক নিয়োগে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ ব্যাংক
অর্থনৈতিক রিপোর্টার
(২ বছর আগে) ২৬ এপ্রিল ২০২৩, বুধবার, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) এক কোম্পানি থেকে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক নিযুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার সার্কুলার দিয়ে পরিচালকদের যোগ্যতা ও সংখ্যা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ‘‘আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক নিযুক্ত হতে পারবেন না।’’
‘‘কোনো ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় তার স্বার্থসংশ্লিষ্ট পক্ষ থেকে মনোনীত অন্য কোনো ব্যক্তি উক্ত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না।’’
এছাড়াও ‘প্রাকৃতিক ব্যক্তিসত্ত্বা বিশিষ্ট ব্যক্তি’ শেয়ারধারক হলে তার পক্ষে অপর কোনো ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না বলে নতুন সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
পরিচালকদের জন্য নির্ধারণ করে দেয়া আগের সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।