ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

তথ্য প্রযুক্তি

গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার!

মানবজমিন ডিজিটাল

(৪ মাস আগে) ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ১১:৩১ অপরাহ্ন

প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধসহ নানান বিড়ম্বনা। সার্চ ইঞ্জিনে প্রবেশ করলে ভার্চুয়াল বিভিন্ন বিজ্ঞাপন যেমন পাওয়া যায়,  তেমনি আবার বিপজ্জনক বিজ্ঞাপনেরও কমতি নেই। এমনই গুগল সার্চ ইঞ্জিনে থাকা বিভিন্ন বিজ্ঞাপনে ম্যালওয়ারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরওয়ার্কস। বিভিন্ন বিজ্ঞাপনে ক্লিক করলে ‘বাম্বলবি’ নামের এই ক্ষতিকর ম্যালওয়ার প্রবেশ করছে ডিভাইসে।  সিকিউরওয়ার্কস-এর গবেষকদের দাবি, গুগল সার্চ ইঞ্জিনে থাকা ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে এটি প্রবেশ করে। এরপর ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্যসহ জরুরী ও গুরুত্বপূর্ণ ফাইল, ব্যক্তিগত ছবি,  ভিডিও সংগ্রহ করে  পাঠিয়ে দেয় সাইবার অপরাধীদের কাছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ম্যালওয়্যারযুক্ত বিজ্ঞাপনগুলোয় সাধারণত চ্যাটজিপিটি, জুম সফটওয়্যার, সিসকো অ্যানিকানেক্টসহ জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যার ডাউনলোডের প্রলোভন দেখানো হয়।  আর ভুলে সেসব বিজ্ঞাপনে ক্লিক করলেই বিভিন্ন  ওয়েবসাইটের আদলে তৈরি ওয়েবসাইট প্রদর্শিত হয়। সেগুলো দেখে  বোঝা যায় না  আসল নাকি নকল ওয়েবসাইট। আর এইসব ভুয়া ওয়েবসাইটগুলোতে থাকা সফটওয়্যার ডাউনলোডের লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়্যার ঢুকে যায়।
সিকিউরওয়ার্কসের পরিচালক মাইক ম্যাকলেলান জানিয়েছেন, গুগল সার্চ ইঞ্জিনে থাকা মাত্র এক শতাংশ বিজ্ঞাপনে এ ধরনের ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান মিলেছে।
টেকরাডারের প্রতিবেদনে বলা হয়,  এসব  ম্যালওয়্যারের আক্রমণ থেকে ঝুঁকিমুক্ত থাকতে ব্যবহারকারীদের সফটওয়্যার নির্মাতা বা বিভিন্ন প্রতিষ্ঠানের আসল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন মাইক ম্যাকলেলান।

বিজ্ঞাপন

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status