তথ্য প্রযুক্তি
সফল তরুণ গেমিং কন্টেন্ট ক্রিয়েটর
স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৩, রবিবার
কোভিড-১৯ অনেকের জন্য এক ভয়াবহ আতংকের নাম আবার অনেকর জীবনের নতুন পথ খুলে দেওয়া এক অপার সম্ভাবনার নাম। কোভিড-১৯ এর প্রভাবে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পর, অনেকেই কাজে মনোযোগ হারিয়ে হতাশ হয়ে যায় এবং সুন্দর ভবিষ্যৎ থেকে পিছিয়ে পড়ে। কিন্তু বায়জিদ গেমিং এর প্রতিষ্ঠাতা, বায়জিদ হোসেনের গল্প ছিল ভিন্ন। কোভিড-১৯ এর ভয়াল গ্রাসে বায়জিদ হোসেন কাজে মনোযোগ হারালেও, হতাশ হয়ে পিছিয়ে পড়ার দলে ছিলেন না। বরং, এই কঠিন সময়টাতে হতাশ না হয়ে তিনি তার নিজের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুঁজে বের করেন, মনোযোগ দেন ফ্রিল্যান্সিং এ।
কয়েক বছর ধরে একজন ট্রেডিং স্পেশালিষ্ট এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তিনি কাজ শুরু করেন এবং পাশাপাশি গেমিং জগতেও বিস্তার শুরু করেন। প্রথমে শখের বশে গেমিং জগতে প্রবেশ করলেও পরবর্তীতে এরই ধারাবাহিকতায়, বায়জিদ গেমিং নামে একটি ফেসবুক পেইজ তৈরি করেন এবং সেখানে তার গেমিং ভিডিও গুলো আপলোড করতে থাকেন। অবিশ্বাস্যভাবে, তার পেইজের শুরুর এক মাসের মধ্যেই ৫০,০০০+ ফলোয়ার অর্জনের মাধ্যমে তিনি সাফল্যের দেখা পান, হয়ে উঠেন একজন গেমিং কন্টেন্ট ক্রিয়টর। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দারুত জনপ্রিয় হয়ে উঠতে থাকেন তিনি। তার বিনোদনধর্মী সব গেমিং কন্টেন্ট এর কারণে অনেকেই এখন তাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনুসরণ করে থাকে। গেমিং এর পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিং করেন এবং তরুনদের শেখান।
বায়জিদ এখন অনেক তরুণের কাছে অনুপ্রেরণার নাম। । তিনি কখনো কোনো কাজকে কঠিন মনে করেন না। তিনি বিশ্বাস করেন, একবার না পারলে সেই কাজে হতাশ না হয়ে লেগে থাকলে সাফল্য এসে ধরা দেবেই। তার এই দৃঢ় মনোভাব ও চেষ্টাই আজ তাকে একজন সফল ফ্রিল্যান্সার এবং গেমিং কন্টেন্ট ক্রিয়টর হয়ে উঠতে সাহায্য করেছে।