ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

তথ্য প্রযুক্তি

গুগলে যুক্ত হচ্ছে চ্যাটবট এআই

মানবজমিন ডেস্ক

(৫ মাস আগে) ৯ এপ্রিল ২০২৩, রবিবার, ৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫২ অপরাহ্ন

mzamin

জায়ান্ট সার্স ইঞ্জিন গুগলে যুক্ত হচ্ছে বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বিষয়ক (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) ফিচার। ইন্টারনেট দুনিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে এই কাজ করতে যাচ্ছে গুগল। এ কথা বলেছে অ্যালফাবেট অ্যান্ড গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনলাইনে সার্চ করার সময় ব্যবহারকারীদেরকে অধিক শক্তি এবং ফ্লেক্সিবিলিটি দেবে এআই। তিনি বলেন, জনগণ কি গুগলকে প্রশ্ন করতে সক্ষম হবেন এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ভিত্তিক তথ্যের জন্য অনুসন্ধান করতে সক্ষম হবেন? জবাবে তিনিই বলেন, অবশ্যই। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) প্রবক্তা গুগল। এলএলএম মডেল বিপুল পরিমাণ ডাটা থেকে স্বাভাবিক ভাষার টেক্সট তৈরি করতে পারে। চ্যাটজিপিটি সার্ভিসের মূলে রয়েছে এই প্রযুক্তি। উল্লেখ্য, চ্যাটজিপিটি প্রযুক্তি গত বছর শরতে জনগণের জন্য উন্মুক্ত করেছে ওপেনএআই।

বিজ্ঞাপন
ওদিকে মাইক্রোসফট সম্প্রতি তার আপডেটেড সংস্করণ বিং সার্স ইঞ্জিন চালু করেছে। বর্তমানে তা পরিচালিত হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status