রাজনীতি
'ছোট্ট খালেদা জিয়া'র বাসায় বিএনপির প্রতিনিধি দল
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার, ১:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে সারাদেশের মানুষের মন জয় করে নেয় লোহাগড়ার ছোট্ট মেয়ে আননূর জাহান তানু। বৃহস্পতিবার তার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। তানুর বাড়িতে গিয়ে তারা উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল জেলা, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, আননূর জাহান তানু খালেদা জিয়ার সাজে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কারণে ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
পাঠকের মতামত
কি আশ্চর্য্য এইতো সেদিনও দেখলাম একটি মেয়ে হাসিনার সাজে হেটে হেটে যাচ্ছে আর খুশীতে মূল হাসিনা উৎফুল্ল। আবার খালেদাকে পদ্মাতে না চুবিয়ে যখন ছোট্ট মেয়ে আননূর জাহান তানু ময়দান কাঁপায় তখন ঐ অপরাধে ঐ স্কুলের শিক্ষককে শোকজ করা হয়েছে। সচরাচর বলা হয় ঐ দেশে সব কাজ হয় প্রধানের নির্দেশে। তবে প্রধানের মানসিকতা এতই নিচ প্রকৃতির যে তার বচন একমাত্র “হামসে বড়া কৌন হায়” নীতির অনুসারী। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কথাটি মনে হচ্ছে তার ময়দানে উদ্ধত আচরণের নীচে চাপা পড়ে গেছে। যদি এ ঘটনাটি সরকারের নির্দেশ ব্যতিরেকে এমনি এমনি ঘটতো। তবে তিনি নিরব ভূমিকায় মানে সম্ভবত তিনি অপেক্ষায় আছেন কেউ যদি প্রতিপক্ষকে টুপ করে নদীতে ফেলে দিত তিনি খুশী হতেন। আমরা গোটা জাতি মতিয়ুর রহমান রেন্টুর বই থেকে জেনেছি যে তিনি অতীতে ৫০,০০০ টাকা আগাম দিয়ে রেখেছেন ধরলা নদীর ফেরি পারাপারকারী মাঝিকে, যাতে ভবিষ্যতে এ পথ দিয়ে খালেদা জিয়া গেলে সে যেন তাকে কৌশলে নদীতে ডুবিয়ে মারে। মাঝি টাকাটা নিতে চায়নি, তাকে জোর করে দেয়া হয় এর সাক্ষী রেন্টু নিজে। আসল হত্যা ঘটনা ঘটাতে পারলে বাকী টাকাটা ৪,৫০,০০০ টাকা খেয়ামাঝির সমীপে পৌছে দেয়া হবে। মাঝি আজো সফল হয়নি। প্রধানের অপেক্ষা নিশ্চয় চলছে নিরবধি। ঘটনার ধারাবাহিকতায় সে রঙ্গরস করে বলেছিল যে আমরা চাইলে নৌকো ফুটো করে অনেক ঘটনাও ঘটাতে পারি। তিনি সেদিন এটি শুনে খালেদাকে ডুবিয়ে মারার করসতে এগিয়ে আসেন। বইটি বাতিল করেছেন তিনি। প্রতিটি লাইনে লাইনে বাস্তবতা স্পষ্ট হয়ে ধরা পড়ে। বইটি প্রতিটি বাংলাভাষীর পড়া জরুরী। এটি পড়লে দেশবাসী বাংলাদেশের বর্তমান অতীত ভবিষ্যত দেখতে পেতেন।
এইজন্য তানুর অভিভাবক বি এন পি কর্মীদের ও ধন্যবাদ দেওয়া যেতে পারে, এই প্রতিবেদন শেষে বি এন পি জামাত শিবিরের অন্ধ সমর্থকদের সরকার বিরোধীতার যেন নতুন মাত্রা পেয়েছে। এই অন্ধ সমর্থকরদের দৃষ্টি আকর্ষন করছি যে ২০০২ সালে বি এন পি জামাত জোট সরকার আমলে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাজে সাজার জন্য স্কুল পড়ুয়া শিশু ছাত্রী ও তাদের শিক্ষক শিক্ষিকাদের ও হামলা এবং হেনস্থার শিকার হতে হয়েছে। কিন্তু তখনকার জোট সরকারের গোপন সেন্সরশীপ ও আগ্রাসী পদক্ষেপের জন্য কেউ প্রকাশ্যে প্রতিবাদ ও করতে পারেনি। আজ দেশের অবাধ গনতন্ত্র ও সংবাদ মিডিয়ার কল্যাণে একটি বালিকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেশভূষা ধারন করার খবর লাইমলাইটে স্হান পেয়েছে অথচ দেশের কমপক্ষে ১০০ শত জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশভূষা ধারন করে শিশু ও বালিকারা পারফর্ম করেছে অথচ মিডিয়ায় তার কোন খবরই আসেনি। যেকোনো বিষয়ে এক চোখা মন্তব্য করা বিবেকহীন মানুষের কাজ তাই সবার প্রতি অনুরোধ অন্তত বিবেককে জাগ্রত করুন কিছুটা হলেও নিরপেক্ষতা কথা বজায় রাখার চেষ্টা করুন।
উল্লেখ্য যে, আননূর জাহান তানু খালেদা জিয়ার সাজে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কারণে ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
এ দেশের প্রতিটি ঘরে খালেদা জিয়া আছে । দাবিয়ে রাখা যাবে না। সময় হলেই টের পাবেন।
প্রধান শিক্ষক যাকে বে-আইন শোকজ করা হয়েছে তাঁর পাশেও সবাইকে দাঁড়াতে হবে।
Very good job, Go first for nation, religion & passion to be a Lionly Girl.
You r really heroes, I salute you
খালেদা জিয়ার সাজ নেয়া কি অপরাধ? তাহলে প্রধান শিক্ষককে কেন শোকজ করা হবে? এটা অপরাধ
ফ্যাসিস্ট সরকার ব্যবস্থায় তোমার এই দুঃসাহসিক উদ্যোগ এই জাতি দীর্ঘ দিন স্মরণ রাখবে। স্যালুট তোমাকে মা।
Tanu is the insignia of individual freedom that she exercised during a cultural festival. She deserves our salute, of course.
সারা বাংলাদেশ তোমার জন্যে এই রমজানে দোওয়া করছে, তানহা জাহান তানু । তোমাকে স্যালুট।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]