ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

চিনির দাম কেজিতে কমলো ৩ টাকা

অর্থনৈতিক রিপোর্টার

(১ বছর আগে) ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ৫:৫৭ অপরাহ্ন

প্যাকেটজাত ও খোলা চিনির দাম কেজিতে ৩ টাকা করে কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (৮ই এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতিকেজি ১০৪ টাকায়, আর এক কেজির প্যাকেট চিনির দাম হবে ১০৯ টাকা। আগে এই দাম ছিল যথাক্রমে ১০৭ টাকা ও ১১২ টাকা।

যদিও এর আগে গত ১৯শে মার্চ অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠকে খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা রমজানের শুরুতেই চিনির দাম পাঁচ টাকা কমবে- এমন প্রতিশ্রুতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে দিয়েছিলেন।

তারা জানিয়েছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে গত ২৬শে ফেব্রুয়ারি এনবিআর আমদানিপর্যায়ে ৫ শতাংশ শুল্ক কমানোর কারণে হ্রাসকৃত শুল্কে চিনি বাজারে এলে কেজিতে পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা পর্যন্ত দাম কমতে পারে, তবে রমজানের দ্বিতীয় সপ্তাহের মাথায়ও বাস্তবে তা কার্যকর হয়নি। আশার কথা হলো, দেরিতে হলেও দাম কার্যকরের ঘোষণা দিল বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্স কমিটির ১৯শে মার্চ বৈঠকে বাজারে চিনির দাম ফের পর্যালোচনা ও সমন্বয়ের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন থেকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে গত ২৭শে মার্চ দাম সমন্বয়ের প্রস্তাব দেয়।

ওই প্রস্তাব পর্যালোচনা করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চিনির দাম প্রতিকেজিতে তিন টাকা কমানোর সুপারিশ করে মন্ত্রণালয়ের কাছে। পরে মন্ত্রণালয় ওই সুপারিশ আমলে নিয়ে দাম কমানোর সিদ্ধান্ত নেয়, যা আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

এর আগে গত ১লা ফেব্রুয়ারি থেকে দাম প্রতিকেজি পরিশোধিত খোলা চিনিতে দাম পাঁচ এবং প্যাকেটজাতে চার টাকা হারে বাড়ানো হয়েছিল। ফলে ওই দিন থেকে বাজারে খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ১১২ টাকা নির্ধারিত ছিল। যদিও দেশের কোথাও এই বাড়তি দামেও চিনি বিক্রি হয়নি।
 

বিজ্ঞাপন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status