তথ্য প্রযুক্তি
সম্ভাবনাময় প্রাইভেট রিটেইল টেক কোম্পানি হিসেবে শপআপের নাম ঘোষণা
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ৫ এপ্রিল ২০২৩, বুধবার, ৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫৯ অপরাহ্ন

বিশ্বের সেরা ১০০ সম্ভাবনাময় প্রাইভেট রিটেইল টেক কোম্পানির একটি হিসেবে শপআপ-এর নাম ঘোষণা করেছে সিবি ইনসাইটস। এই মর্যাদাপূর্ণ বার্ষিক তালিকা সেসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়, যারা খুচরা বিক্রেতাদের সংযুক্ত করতে এবং ব্যক্তিগতকরণ অভিজ্ঞতা, পরিচালনা দক্ষতা ও মুনাফা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার করছে। এই তালিকায় শপআপ-এর অন্তর্ভুক্তি দেশের রিটেইল মার্কেটকে ডিজিটালকরণ ও আধুনিকরণের প্রচেষ্টার প্রমাণস্বরূপ। প্রতিষ্ঠানটি ছোট-ছোট দোকানের একটি নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক স্থাপন করেছে, যা বর্তমানে ২ কোটি মানুষকে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী সংক্রান্ত সেবা দিচ্ছে। শপআপ-এর ডিরেক্টর অব ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস রাকিবুদ্দৌলা চৌধুরী বলেন, “বিশ্ববাপি খুচরা বাজার রূপান্তরকারী প্রতিষ্ঠানগুলোর একটি হয়ে সিবি ইনসাইটস-এর তালিকাভুক্ত হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি, একটি নির্বিঘ্ন নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে দেশের প্রায় ৮ কোটি মানুষকে সেবা প্রদানে আমাদের আরও অনুপ্রাণিত করবে।”শপআপ-এর প্ল্যাটফর্ম ক্ষুদ্র খুচরা বিক্রেতাদের সোর্সিং, ফাইন্যান্সিং ও লজিস্টিক সহায়তা প্রদান করে এবং বিভিন্ন মিল এবং প্রস্তুতকারকদেরকে ছোট দোকানের সাথে সংযুক্ত করে ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করে। শপআপ বাংলাদেশের বৃহত্তম ফুল-স্ট্যাক বিটুবি কমার্স প্ল্যাটফর্ম, যারা ক্ষুদ্র-মাঝারি ব্যবসা ও ভোক্তাদের বিভিন্ন পরিষেবা প্রদান করে থাকে। শপআপ-এর বাণিজ্য প্ল্যাটফর্ম ‘মোকাম’ বিভিন্ন প্রস্তুতকারক, ব্র্যান্ড ও মিলের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ছোট ছোট দোকানে খাদ্য ও গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে সাহায্য করে। বর্তমানে, বাংলাদেশের ২ কোটি মানুষ ‘মোকাম’-এর আওতাধীন দোকানগুলোর নেটওয়ার্কের মাধ্যমে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে থাকে। শপআপ দেশের সর্ববৃহৎ লাস্ট-মাইল লজিস্টিক নেটওয়ার্ক পরিচালনা করে।
মন্তব্য করুন
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]