বিনোদন
নাটকের গানে প্রশংসিত আভরাল
স্টাফ রিপোর্টার
২ এপ্রিল ২০২৩, রবিবার
আভরাল সাহির। দীর্ঘ সময় ধরেই সংগীতের সঙ্গে জড়িত এ তরুণ তুর্কী। এরইমধ্যে তার সংগীত পরিচালনায় ও কণ্ঠে নাটকের অনেক গানই প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে জনপ্রিয় নির্মাতা মহিদুল মহিম পরিচালিত নাটক ‘ভালোবাসার তিন দিন’। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও পড়শী। নাটকটি প্রচারে আসার পর থেকেই প্রশংসায় ভাসছে। নাটকটির বিজিএম ও সংগীতায়জনে ছিলেন আভরাল সাহির। তার সংগীতায়জনে নাটকে চারটি গানের মধ্যে তিনটি গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এই সময়ের তিন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা, কোনাল ও পড়শী। গানগুলোর শিরোনাম যথাক্রমে- প্রেমে পড়ার কারণ, ভালোবাসা পাইনি, আমার হয়ে থাক না এবং মেহেদী। এক নাটকে চারটি গান প্রসঙ্গে আভরাল সাহির বলেন, ‘ভালোবাসার তিন দিন’ নাটকটি আমার জন্য অনেক স্পেশাল। কারণ প্রথমবারের মতো একই নাটকে আমি চারটি গান করেছি। নাটকে সচরাচর এত গান ব্যবহার হয় না। একই নাটকে গানে আমার সঙ্গে কনা আপু, কোনাল আপু, এবং পড়শীকে পেয়েছি। গানগুলো থেকে এরইমধ্যে ভালো সাড়া মিলছে। সময়ের সঙ্গে আশা করছি এগুলো আরও ভালো অবস্থানে যাবে।