ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

তথ্য প্রযুক্তি

ইফতার আয়োজনে ট্যাং অনুদানের সুযোগ দিচ্ছে সেলেক্সট্রা

স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ৬:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০০ অপরাহ্ন

mzamin

রমজান মাসে সেলেক্সট্রা এবং ট্যাং এর পরিবেশক মন্ডেলেজ বাংলাদেশ যৌথ উদ্যোগে “রমজানে ভালো কাজ” নামে একটি ক্যাম্পেইন হাতে নিয়েছে।   ক্যাম্পেইনের পরিকল্পনা অনুযায়ী ২৩ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকা শহরের ভেতরে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইফতারের সময় লোকজনকে ট্যাং অনুদানে উৎসাহিত করছে।  ক্যাম্পেইনটি চলবে স্টক থাকা পর্যন্ত। সম্প্রতি এই ক্যাম্পেইনটি উন্মুক্ত করা হয়।  এই ক্যাম্পেইন উন্মোচনের সময় উপস্থিত ছিলেন, মনডেলেজ বাংলাদেশ প্রা. লিমিটেডের কান্ট্রি লিড জাহিদ খান, সেলেক্সট্রা শপের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কম্পানি বাংলাদেশ (প্রা.) লিমিটেডের (আইডিসি) ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ সহ আরও অনেকে।  প্রসঙ্গত, বাংলাদেশে মনডেলেজ’র অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো আইডিসি।  সারাদিন রোজা থেকে প্রত্যেক মুসলিম পানি, জুস অথবা যেকোনও পানীয় দিয়ে রোজা ভেঙ্গে থাকেন।  ট্যাং ইফতারে একটি জনপ্রিয় পানীয়। বাংলাদেশ-সহ গোটা পৃথিবীতে ট্যাং এর জনপ্রিয়তা আকাশছোঁয়া।  রোজা রেখে এক গ্লাস ট্যাংয়ের শরবত দিয়ে ইফতার শুরু করাটা অনেকের কাছে বেশ প্রিয়।

বিজ্ঞাপন
রমজানে মুসলিমরা অনেক ক্ষেত্রে ভালো কাজ করার চেষ্টা করেন। এই ভালো কাজের একটি সাধারণ দৃশ্য হলো সেহরি বা ইফতারে দান করা। লোকজনকে এই কাজটাকে সহজ করে দিতে সেলেক্সট্রা ও ট্যাং যৌথ উদ্যোগে এই ক্যাম্পেইনটি শুরু করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে একজন ক্রেতা ইফতারে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় ট্যাং দান করতে পারবেন। এই ক্যাম্পেইনে একজন দাতা দুই কেজির অরেঞ্জ ফ্লেভারের একটি টাব সর্বোচ্চ দুইবার দান করতে পারবেন।  এই দানের বিশেষ অফারে ১ হাজার ৬৫০ টাকার টাবের মূল্য ধরা হয়েছে ১ হাজার ১৯৯ টাকা।  এটি পাওয়া যাবে সেলেক্সট্রা লিমিটেডের ই-কমার্স প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপে । অনুদানের এই ট্যাং সেলেক্সট্রা কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

   

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status