ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বিশ্বজমিন

মুক্তি পেলেন অ্যান্ড্রু টেট ও তার ভাই, থাকতে হবে হাউস অ্যারেস্টে

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৪ অপরাহ্ন

mzamin

বিশ্বব্যাপী আলোচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টানকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে তাদেরকে এখন হাউস অ্যারেস্ট বা গৃহবন্দী থাকতে হবে। শুক্রবার এমন রায় দিয়েছে রোমানিয়ার আদালত। এর আগে বারবার কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাদের অ্যারেস্টের সময়কাল বৃদ্ধি করা হচ্ছিল। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারেনি রোমানিয়া কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বিবিসি ও দ্য গার্ডিয়ান।

খবরে জানানো হয়, টেট ভ্রাতৃদ্বয়ের দুই সহকারী জর্জিয়ানা নাঘেল এবং লুয়ানা রাদুকেও ছেড়ে দেয়া হয়েছে। তাদের চার জনকেই এখন তাদের নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। কোথাও যেতে হলে তাদেরকে আদালতের অনুমতি নিতে হবে। টেট ভ্রাতৃদ্বয়ের এক মুখপাত্র বিবিসিকে জানান, মুক্তি পেয়ে দুই ভাই আনন্দিত। গত ডিসেম্বর মাস থেকে তারা বন্দী ছিলেন।

বিজ্ঞাপন
তাদের বিরুদ্ধে ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে তদন্ত চলছিল। যদিও তারা সব অভিযোগ অস্বীকার করেছেন। এমন অবস্থায় আইনজীবীরা অপ্রয়োজনীয়ভাবে অ্যান্ড্রু টেটকে আটকে রাখার প্রতিবাদ জানান এবং আদালতের কাছে তাদের মুক্তির আবেদন করেন। এরপরই তাদেরকে হাউস অ্যারেস্টে রাখার নির্দেশ দিয়েছে রোমানিয়ার আদালত। 

এই বৃটিশ-আমেরিকান সাবেক কিকবক্সার সোশ্যাল মিডিয়ার সবথেকে জনপ্রিয় ব্যক্তিদের একজন। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করে। ৩৬ বছরের অ্যান্ড্রু টেটকে শুধু টুইটারেই ফলো করে ৫.৪ মিলিয়ন মানুষ। যদিও বিভিন্ন সময়ে তার নানা মন্তব্যের কারণে সমালোচিত হতে হয়েছে তাকে। বিশেষ করে নারীদের বিষয়ে তার অবস্থান নিয়ে এখনও অনলাইনে অসংখ্য বিতর্ক দেখা যায়। একসময় ফেসবুক, টুইটার ও ইউটিউব থেকেও অ্যান্ড্রু টেটের একাউন্ট ব্যান করা হয়। তবে টুইটার কিনে নেয়ার পর টেটের একাউন্ট ফিরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াটির নতুন মালিক ইলন মাস্ক।

পাঠকের মতামত

Thank you

AR
৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৮:৫৪ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status