বিনোদন
চতুর্থ অ্যালবাম নিয়ে ‘চিরকুট’
স্টাফ রিপোর্টার
১ এপ্রিল ২০২৩, শনিবার
দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। এবার চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে তারা। ইতিমধ্যেই এর কাজও শুরু করে দিয়েছে দলটি। সর্বশেষ প্রকাশিত অ্যালবামের নাম ছিল ‘উধাও’। এটি ২০১৭ সালে প্রকাশ হয়। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’ এবং ‘কাঁটাতার’সহ মোট ছয়টি গান ছিল। নতুন অ্যালবামের পরিকল্পনা নিয়ে চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, নতুন প্রজেক্টে ১০ থেকে ১১টি গান থাকবে। অনেক যত্ন নিয়ে আমরা চতুর্থ অ্যালবামটি তৈরি করছি।
আশা করছি চলতি বছরের শেষদিকে অ্যালবামটি বাজারে নিয়ে আসতে পারবো। তবে এখনো অ্যালবামের নাম চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই ৫০টিরও বেশি নাম জমা পড়েছে।
বিজ্ঞাপন