বিনোদন
বাজিমাত করছে ‘দাসেরা’
বিনোদন ডেস্ক
১ এপ্রিল ২০২৩, শনিবার
নানি ও কীর্তি সুরেশ অভিনীত সিনেমা ‘দাসেরা’ । সম্প্রতি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। তেলেগু ভাষার এ সিনেমা মুক্তিতে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। দর্শক চাহিদার কারণে ভোর ৫টা থেকে শো দেখানো হচ্ছে। স্থানীয় গল্প নিয়ে সিনেমার কাহিনী এগিয়েছে। সিনেমাটির নায়ক নানির ক্যারিয়ারে সবচেয়ে সেরা ওপেনিং সিনেমা এটি। ‘দাসেরা’ সিনেমাটি শুধু ভারতে আয় করেছে ২৬ কোটি রুপি। আর বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি রুপি।